বাংলা টেলিভিশনের মিষ্টি নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey)। অভিনয়ের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘অপরাজিতা অপু’র হাত ধরেই ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সুস্মিতার। সম্প্রচার শেষ হলেও পর্দার অপু বিডিওকে আজও ভোলেননি দর্শক।
এই মুহূর্তে সুস্মিতা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘পঞ্চমী’ (Panchami)-তে। নাগ-নাগিনীদের অলৌকিক কাহিনী নির্ভর এই সিরিয়াল শুরু হয়েছে মাত্র কদিন আগেই। শুরুতেই টিআরপিতে দুর্দান্ত রেজাল্ট করে বাজিমাত করেছে পঞ্চমী। কিন্তু এরই মধ্যে সিরিয়ালের শুটিং করতে গিয়ে ঘটে গেল এক বড়সড় বিপত্তি। নায়কের কোল থেকে ছিটকে পড়ে গিয়ে চোট পেলেন স্বয়ং পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দে।
যার ফলে এখন সুস্মিতার সর্বক্ষণের সঙ্গী হুইল চেয়ার। সাম্প্রতি সেই হুইল চেয়ারে বসেই ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত পঞ্চমী সিরিয়ালে সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। জনপ্রিয় সিরিয়াল ওগো বধূ সুন্দরীর পর দীর্ঘদিন বাদে এই সিরিয়ালে কামব্যাক করেছেন তিনি।
ধারাবাহিকে রাজদীপ অভিনীত চরিত্রের নাম হয়েছে কিঞ্জল। সিরিয়ালের একটি দৃশ্যের শুটিং করতে পঞ্চমীকে কোলে নিয়ে সিঁড়ি ভেঙ্গে মন্দিরে উঠছিলেন রাজদীপ। তখনই মন্দিরের সিঁড়িতে উঠতে গিয়ে পায়ে ধাক্কা লাগে অভিনেতার, আর তাতেই তার কোল থেকে একেবারে ছিটকে পড়ে যান সুস্মিতা। অন্যদিকে রাজদীপেরও পা ঘুরে যাওয়ায় পরে যান তিনিও।
View this post on Instagram
কিন্তু সুস্মিতা এমন ভাবে পরে গিয়েছিলেন যাতে তার কোমরে তিনি মারাত্মক আঘাত পেয়েছেন। এবিষয়ে জানার জন্য সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। আর এবিষয়ে এদিন সুস্মিতা জানিয়েছেন অপরাজিতা অপুর শুটিং-এর সময়ও রোমান্টিক দৃশ্য করতে গিয়ে হাত ভেঙে ছিলেন তিনি। আর এবার পা ভেঙে যাওয়ায় অভিনেত্রী মনে করছেন আঘাত পাওয়া তার কাজের ক্ষেত্রে শুভ। তাই সুস্মিতা মনে করেন সেই কারণেই প্রথম সপ্তাহে তার নতুন সিরিয়ালের টিআরপি এতটা ভালো হয়েছে।