• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জবা’ আসতেই চিন্তায় মিঠাই ভক্তরা! ভাইরাল প্রোমোর পর রইল ‘নিম ফুলের মধু’ সম্ভাব্য টাইম স্লট

Published on:

Zee Bangla New Serial Nim Phuler Modhu Probable Time Slot as per netizens

বাংলা টেলিভিশনের জগতে এমন কিছু সিরিয়াল (Bengali Mega Serial) রয়েছে যা শেষ হওয়ার পরেও তার রেশ থেকে গিয়েছে দর্শকদের মনে। দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por)। এমনিতেই বলা হয় ‘সিরিয়ালের নায়িকারা সব পারে’। এই সিরিয়ালের নায়িকা জবা (Joba) ছিল তার প্রকৃত উদাহরণ। জবা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)।

Nim Phuler Modhu,Zee Bangla,New Bengali Serial,Pallavi Sharma,Rubel Das,পল্লবী শর্মা,জি বাংলা,বাংলা সিরিয়াল,নিম ফুলের মধু,রুবেল দাস,Nim Phuler Modhu time slot

সবেতেই একাই একশো ছিল জবা। একটা সময় দর্শকরাও ভেবেই নিয়েছিল জবা পারে না এমন কোন কাজ নেই। এই কারণে জবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একসময় প্রচুর খিল্লিও করতে দেখা যেত দর্শকদের। দেড় বছর হয়েছে টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার। এতদিন টিভির পর্দায় প্রিয় জবাকে  দেখতে না পেয়ে ভীষণভাবে মিস করছিলেন অনুরাগীরা।

Zee Bangla New Serial Nim Phuler Modhu

তবে আর অপেক্ষা নয়, জি বাংলার পর্দায় আবারও ফিরছেন অভিনেত্রী। এবারে একবারে নতুন গল্পে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই জানা গিয়েছে নতুন সিরিয়ালের নাম হচ্ছে, ‘নিম ফুলের মধু’র (Neem Fuler Modhu)’। সিরিয়ালের প্রথম প্রোমোও প্রকাশ্যে। যা দেখে আবারও নিমেষের মধ্যেই চর্চায় চলে এসেছে সিরিয়ালটি। সিরিয়ালে যমুনা ঢাকি খ্যাত রুবেল দাসের (Rubel Das) সাথে জুটি বাঁধছেন অভিনেত্রী। নতুন সিরিয়ালের আসার খবর কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন মিঠাইপ্রেমীরা।

Pallavi Sharma New Serial Nim Phuler Modhu

দীর্ঘদিন ধরে সন্ধে আটটার স্লটে একাই একশো মিঠাই। কিন্তু বিগত কয়েক মাস জনপ্রিয়তা অনেকটাই কমেছে। এমনকি প্রথম পাঁচেও নেই মিঠাই। মাঝে শেষ হওয়ার গুঞ্জন পর্যন্ত উঠে গিয়েছিল।  আসলে টিআরপি কমলেই চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়াল বন্ধ করে দেন। বহু সিরিয়ালের সাথেই এমন হয়েছে, তাই অনেকের মনেই চিন্তা তবে কি মিঠাইয়ের স্লটে আসবে নতুন সিরিয়াল?

যদিও এই মুহূর্তে চ্যানেলের পক্ষ থেকে কোনো অফিসিয়াল খবর প্রকাশিত হয়নি, তবে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের মতে হয়তো মিঠাইয়ের স্লটেই আসবে ‘নিম ফুলের মধু’। তো আবার কারোর মতে, রাতের দিকে ৯টা বা সাড়ে ৯টার দিকের স্লটেও আস্তে পারে নতুন সিরিয়ালটি। এখন অপেক্ষা অফিসিয়াল ঘোষণার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥