মাত্র ৪ মাস আগেই চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey)। চলতি বছরের মে মাসেই কলকাতার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ। কিন্তু মৃত্যুর এতদিন পরেওঅভিনেত্রীকে কিছুতেই ভুলতে পারছেন না তাঁর অনুরাগীরা। প্রসঙ্গত পল্লবী ছিলেন বাংলার সিরিয়ালপ্রেমি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী।
তাই মাত্র ২৫ বছর বয়সে তার এই আকস্মিক মৃত্যুতে একেবারে মুষড়ে পড়েছিলেন তার অসংখ্য অনুরাগী থেকে শুরু করে কাছের বন্ধু বান্ধব সহ পরিবার পরিজন সকলেই। বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আমি সিরাজের বেগম’-এর হাত ধরেই বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন পল্লবী। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মন মানে না’ (Mon Mane Na) তে গৌরীর (Gouri) চরিত্রে।
শুরু থেকেই অভিনয় জগতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। কিন্তু ব্যক্তিগত জীবনে একেবারেই সুখী ছিলেন না তিনি। এই কারণেই পল্লবীর মৃত্যুর পর এই ঘটনায় উঠেএসেছিল তাঁর প্রেমিক সাগ্নিকের নাম। সেসময় অনেকেই দাবি করেছিলেন পল্লবীর মৃত্যুর পিছনে হাত রয়েছে সাগ্নিকের। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছুই প্রমাণিত হয়নি।
এরই মধ্যে সম্প্রতি স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘বিক্রম বেতাল'(Bikram Betal)-এর হাত ধরে ফের একবার বাংলা বিনোদন জগতে তাজা হয়ে উঠেছে অভিনেত্রী পল্লবী দে-র স্মৃতি। এক বছর আগেই শুটিং শেষ হয়ে যাওয়া এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। মৃত্যুর পর মেয়েকে আরও একবার টিভির পর্দায় দেখার জন্য অপেক্ষায় দিন গুনছেন প্রয়াত অভিনেত্রীর শোকাহত বাবা-মা।
মন থেকে ক্ষতবিক্ষত পল্লবীর বাবা নীলুবাবু এ প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে বিষাদের সুরে জানিয়েছেন তিনি আর টেলিভিশন দেখেন না। কন্যাহারা পিতার আকুল আর্তি ‘মেয়ে চলে যাওয়ার পর আর ভালো লাগেনা বাকিদের দেখে মনে হয় আমার মেয়েটাই নেই। শুনেছি ওকে আবার দেখা যাবে’। বুকে একরাশ যন্ত্রণা চেপে অভিনেত্রীর মা সঙ্গীতা দেবী জানিয়েছেন ‘আমার মেয়েটা কথা বলবে, হাঁটবে, চলবে সেটা দেখতে পাবো এটা ভেবেই আমি খুশি’।