• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাকিস্তানি অভিনেত্রীর স্বপ্নে শুধুই সলমন খান, ভাইজানের জন্য দেশ ছাড়তেও রাজী ছিলেন তিনি

Published on:

সলমন খান (Salman Khan)-এর ফ্যানমহলের ব্যাপ্তি গোটা বিশ্বজুড়ে। বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর বয়স ইতিমধ্যে ৫৪, তবুও তাঁর বিয়ের সম্ভাব্য কাহিনী মাঝেমধ্যেই ভাইরাল গুজবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি পাকিস্তানের এক অভিনেত্রীর কথা জানা গেছে, যিনি ভাইজানকে নিজের হৃদয় দিয়ে বসে রয়েছেন। শুধুমাত্র সলমনের সঙ্গে দেখা করতে ভারতে এসে কিভাবে পাকমুলুকের খ্যাতনামা অভিনেত্রী সোমি আলী (Somi Ali) বিদ্ধ হয়েছেন প্রেমবাণে, তাই তিনি জানিয়েছেন তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে!

সম্প্রতি এক ইন্টারভিউয়ে সোমি জানিয়েছেন, “একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ সলমনের বিয়ের স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। এতটাই মন খারাপ হয় আমার যে পরেরদিনই ব্যাগপত্তর গুছিয়ে সোজা ভারতে গিয়ে হাজির হই!” তিনি জানিয়েছেন যে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দেখার সময়ই বিগবসের প্রেমে পড়েন তিনি। সংবাদমাধ্যম বলছে, ভারতে আসার সময় মাত্র ১৬ বছরের ছিলেন সোমি। এরপর থেকে সলমন ও পাকিস্তানি অভিনেত্রী প্রায় ৮ বছর সম্পর্কে থাকেন। বলিপাড়ার বক্তব্য, একটা সময়ে সোমির জন্যই লাইমলাইটে থাকতেন সলমন, আস্তে আস্তে নাকি সোমির প্রতি দুর্বলও হয়ে পড়েন সলমন।

যদিও কিছু বছর পরেই ভারত থেকে নিজমুলুকে ফিরে যান সোমি। পাকিস্তানি অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, সলমনের আক্রমণাত্মক ভাবভঙ্গিই নাকি তাঁদের সম্পর্কে ছেদ টানে। ফলে যে কারণেই হোক না কেন, কাঁটাতারের জাল ভেদ করে এ সম্পর্ক টিকতে পারেনি বেশিদিন। তবুও মাঝেমধ্যে পুরনো ঘটনার সাথে উঠে আসে সলমন-সোমির প্রেমকাহিনী। এখনও পর্যন্ত ব্যাচেলর সলমন এবং ভবিষ্যতে কি আদৌ বিবাহ করবেন সলমন? সে প্রশ্ন অনেক বলিউডি অভিনেত্রীর মনে উঁকি দিলেও নিরুত্তর বিগবস।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥