• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবারের সারেগামাপা দিল জোড়া বিজয়ী! আনন্দে মাতোয়ারা পদ্মপলাশ আর অস্মিতা ভক্তরা

Published on:

Saregama 2023 Padmapalash Ashmita

গতকালই শেষ হয়েছে বাংলার সবচেয়ে জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (Saregamapa) এর সফর। দীর্ঘ ৭ মাস ব্যাপী চলতে থাকা এই গানের অনুষ্ঠানে গতকাল বিজয়ী হয়েছেন পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) অস্মিতা কর এবং (Ashmita Kar)। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সকলের প্রিয় অ্যলবার্ট
কাবো (Albert Kabo)

এদিন বিজয়ীর নাম ঘোষণা করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। গত বছরের জুন মাসে শুরু হয়েছিল এই রিয়ালিটি শো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন একঝাঁক প্রতিযোগী তাদের মধ্যে অংশ নিয়েছিলেন তানি মুনী থেকে,স্বর্ণাভ ঋষভের মত ক্ষুদে শিল্পীরাও।

সারেগামাপা ২০২৩,SaReGaMaPa 2023,গ্র্যান্ড ফিনালে,Grand Finale,Winner,পদ্মপলাশ হালদার,Padma Palash Halder,অস্মিতা কর,Ashmita Kar,গানের অনুষ্ঠান,Musical Show,জি বাংলা,Zee Bangla

চলতি মরশুমে সারেগামাপায়ের মঞ্চ বিশেষভাবে আলোকিত করেছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী। এছাড়াও বিচারকের আসনে দেখা গিয়েছে শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র  এবং বলিউডের বিখ্যাত প্লে ব্যাক সিঙ্গার রিচা শর্মার মতো জনপ্রিয় সব সংগীত শিল্পীরা। এছাড়াও প্রতিযোগীদের বিশেষ গুরুর আসনে হাজির ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জোজো,ইমন চক্রবর্তী।

অন্যদিকে গত সিজনের মতো চলতি সিজনেও সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চ্যাটার্জি। প্রসঙ্গত গতকাল গ্র্যান্ড ফিনালেতে বিশেষ বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন কুমার শানু এবং সোনু নিগমের মতো সংগীত শিল্পীরা। সেই সাথে উপস্থিত ছিলেন জি বাংলার একাধিক জনপ্রিয় সিরিয়ালের নায়ক নায়িকারা। একদিকে যেমন দেখা গিয়েছিল ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে তেমনি হাজির ছিলেন ‘খেলনা বাড়ি’র মিতুল ইন্দ্র, খোলা হাওয়ার আবির-ঝিলমিল, রাঙা বউয়ের কুশ পাখির মতো তারকারা।

Saregamapa 2023 Padma Palash Ashmita Winner Albert Kabo becomes second

সমস্ত পর্ব পেরিয়ে এদিন ফাইনালে উঠেছিলেন এই অনুষ্ঠানের ৬ প্রতিযোগী তারা হলেন পদ্মাপলাশ হালদার, সোনিয়া গজমের, আলবার্ট কাবো, অস্মিতা কর, বিমান বুলেট সরকার এবং ঋদ্ধিমান বিশ্বাস। তাদের নিয়েও নিয়ে শুরু হয়েছিল ফিনালের প্রথম পর্ব। যেখানে ঋদ্ধিমান ও বুলেট বাদ পরে যান।

এরপর বাকি চারজনকে নিয়েই শুরু হয় দ্বিতীয়পর্ব। তাদের মধ্যে থেকেই বিচারকদের মতে বিজেতা ও বাকি দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীদের বেছে নেওয়া হয়। তবে এদিন জানা যায় সারেগামাপা’র এই ৬ প্রতিযোগীই আগামীদিনে পন্ডিত অজয় চক্রবর্তীক কাছে তালিম নেওয়ার সুযোগ পাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥