• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকে মেহেন্দি! অস্কারজয়ী এই অভিনেত্রীর তাক লাগানো সাজ দেখে অবাক নেটিজেনরা

Published on:

হলিউড,Hollywood,ব্ল্যাক প্যান্থার,Black Panther,লুপিটা নিয়ংও,Lupita Nyong’o,অস্কার জয়ী,Oscar Winner,ন্যাড়া মাথা,Bald,মেহেন্দি,Mahendi,ভাইরাল ভিডিও,Viral Video

এখনকার দিনে বিয়ে বাড়ির সাজগোজে কিন্তু মেহেন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে বাড়িতে মেহেন্দি ছাড়া সাজটাই যেন একপ্রকার অসম্পূর্ণ। ভারতীয়দের মধ্যে মেহেন্দি করার এই প্রচলন কিন্তু আজকের নয়। বহুদিন ধরেই  ভারতীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এই মেহেন্দি। আর এখন তো শুধু ভারতীয়রাই নয় বিদেশীরাও আগ্রহ প্রকাশ করছেন এই মেহেন্দির ওপর।

তবে এতদিন আমরা সবাই দেখেছি হাতে মেহেন্দি করতে। অনেকে আবার নির্দিষ্ট নিয়ম মেনে পায়েও মেহেন্দি  করে থাকেন। ভারতীয়দের এই মেহেন্দি নিয়ে দারুন উচ্ছসিত হলিউডের ‘ওয়াকান্ডা ফর এভার’ তারকা লুপিটা নিয়ংওর (Lupita Nyong’o)।

হলিউড,Hollywood,ব্ল্যাক প্যান্থার,Black Panther,লুপিটা নিয়ংও,Lupita Nyong’o,অস্কার জয়ী,Oscar Winner,ন্যাড়া মাথা,Bald,মেহেন্দি,Mahendi,ভাইরাল ভিডিও,Viral Video

কিন্তু এই হলিউড অভিনেত্রী কোথায় মেহেন্দি পড়েছেন জানেন? জানলে অবাক হবেন হাত-কিংবা পা নয় একেবারে ট্যাটুর মতো কায়দা করে এদিন নিজের ন্যাড়া মাথায় মেহেন্দি পড়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিও তিনি আপলোড করা মাত্রই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হলিউড,Hollywood,ব্ল্যাক প্যান্থার,Black Panther,লুপিটা নিয়ংও,Lupita Nyong’o,অস্কার জয়ী,Oscar Winner,ন্যাড়া মাথা,Bald,মেহেন্দি,Mahendi,ভাইরাল ভিডিও,Viral Videoভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতীয় সাজ বজায় রাখতে ওয়েস্টার্ন ছেড়ে শাড়িতেই ধরা দিয়েছিলেন  লুপিটা। কানে পরেছিলেন লম্বা সোনালী দুল। তাঁর পরনের শাড়িটি ছিল ডিজাইনার মিশা জাপানওয়ালার বানানো। তবে সকলের চোখ আটকেছে অভিনেত্রীর টাক মাথায় করা মেহেন্দিতেই।

হলিউড,Hollywood,ব্ল্যাক প্যান্থার,Black Panther,লুপিটা নিয়ংও,Lupita Nyong’o,অস্কার জয়ী,Oscar Winner,ন্যাড়া মাথা,Bald,মেহেন্দি,Mahendi,ভাইরাল ভিডিও,Viral Video

কিন্তু সবাই ভাবছেন  অস্কারজয়ী এই অভিনেত্রী আচমকা এমন ন্যাড়া মাথায় মেহেন্দির ‘ট্যাটু’ই বা করতে গেলেন কেন? আসলে এসবের কারণ হল মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ সিনেমা অবলম্বনে সেন্ট অ্যান’স ওয়েরহাউসে আয়োজিত একটি মিউজিক্যাল।


কাজেই বিষয়টা যেহেতু ভারতীয় বিয়ে নিয়ে তৈরী মিউজিক্যাল। তাই এদেশিয় সাজ পোশাকেই সেজেছিলেন লুপিটা। প্রসঙ্গত ‘১২ ইয়ার্স আ স্লেভ’ সিনেমার জন্য অস্কার পেলেও সারা বিশ্বে লুপিটার নাম ডাক হয়েছে কিন্তু  ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার জন্য। এই সিনেমাটিতে তাঁকে নাকিয়ার (ব্ল্যাক প্যান্থার ওরফে টিচালার প্রেমিকা) চরিত্রে দেখা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥