• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্কের মধ্যে লুকিয়ে রয়েছে একটি হিংস্র বাঘ, দম থাকলে ১৫ সেকেন্ডে খুঁজে দেখান

অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা (Optical Illusion) এমন একটি জিনিস যা একপ্রকার দৃষ্টিবিভ্রম তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় রোজই নিত্যনতুন এমন ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত এগুলি সমাধান করতে ভীষণ ভালোবাসেন। আস্তে আস্তে ১৩ থেকে ৮৩, সবার পছন্দের তালিকায় স্থান করে নিচ্ছে এই অপটিক্যাল ইলিউশনগুলি।

বিশেষজ্ঞরা বলেন, চোখের ধাঁধা একদিকে যেমন মানুষের একঘেয়েমি দূর করে, তেমনই এগুলি সমাধান করার অনেক সুফলও রয়েছে। নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধান করলে পর্যবেক্ষণ ক্ষমতার উন্নতি হয়। সেই সঙ্গেই শান দিয়ে নেওয়া যায় নিজের বুদ্ধিতেও। চলুন তাহলে দেখা যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

   

Optical illusion, Optical illusion Tiger hidden in Children park

আজকের অপটিক্যাল ইলিউশনটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিতে একটি বাচ্চাদের পার্কের দৃশ্য দেখা যাচ্ছে। কোনও শিশু সেই পার্কের (Park) মধ্যে ছুটে বেড়াচ্ছে, কেউ আবার স্লিপে চড়তে ব্যস্ত। তবে পার্কে কিন্তু শিশুরা একা নেই। রয়েছে একটি ভয়ানক বাঘও (Tiger)। সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

ভাইরাল এই চোখের ধাঁধা সমাধান করার জন্য ঘড়ি ধরে ঠিক ১৫ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে চোখের ধাঁধাটি সমাধান করতে ব্যর্থ হয়েছে অধিকাংশ মানুষ। হাতেগোনা কয়েকজন ছাড়া শেষ পর্যন্ত নতিস্বীকার করেছেন প্রত্যেকে। তবে যারা খুঁজে পেয়েছেন তাঁরা আদায় করে নিয়েছেন ‘জিনিয়াস’ তকমা। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

Optical illusion, Optical illusion Tiger hidden in Children park

১৫ সেকেন্ডের মধ্যে লুকিয়ে থাকা বাঘটি খুঁজে পেয়ে গেলে আপনাকে দৃষ্টিশক্তি এবং বুদ্ধির তারিফ করতেই হয়। কিন্তু না পেলেও মন খারাপ করবেন না। কারণ আমরা আপনাকে একটি ক্লু দিচ্ছি। ছবিতে থাকা গাছ-পাতাগুলোর দিকে একটু ভালো করে নজর বুলিয়ে দেখুন তো। এবার যদি আপনি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই শুভেচ্ছা। কিন্তু এখনও না পেলে আমরা লাল বৃত্তের মাধ্যমে বাঘটিকে হাইলাইট করে দিচ্ছি। এই বৃত্তের দিকে তাকিয়ে ভালো করে দেখুন ফুলগাছের মধ্যে মিশে রয়েছে বাঘটি। আশা করি এবার আপনি দেখতে পেয়েছেন।