• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবিতে লুকিয়ে তিন তিনটি পেঁচা, ১০ সেকেন্ডে খুঁজতে পারলে আপনার নজর বাজ পাখির মত

Published on:

Optical illusion can you find three owls in the tree in jungle

Optical Illusion Find 3 Owls in Photo: সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রায়ই কোনও না কোনও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এই ছবিগুলি দেখতে আর পাঁচটি সাধারণ ছবির মতো হলেও এর মধ্যে লুকিয়ে থাকে অসাধারণত্ব। আর সেই বিষয়টিই ছবিটিকে বিশেষ করে তোলে। সেই জন্য বহু মানুষ এই ধরণের অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালোবাসেন।

বিশেষজ্ঞদের মতে, চোখের ধাঁধা সমাধান করার অভ্যাস থাকা ভীষণ ভালো। এতে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গেই নিজের আইকিউ লেভেলও যাচাই করে নেওয়া যায়। মনে করা হয়, যে মানুষরা নির্ধারিত সময়ের মধ্যে অপটিক্যাল ইলিউশন সমাধান করে ফেলতে পারেন তাঁদের বুদ্ধি বেশ প্রখর।

Optical illusion, Three owls in a tree Optical illusion

সম্প্রতি যেমন এমনই একটি চোখের ধাঁধা ঝড় তুলেছে নেটপাড়ায় (Social Media) । সেই অপটিক্যাল ইলিউশন দেখে একেক রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। আজকের প্রতিবেদনে আপনার জন্যেও সেই ধাঁধাই নিয়ে আসা হয়েছে।

ভাইরাল (Viral) হওয়া এই অপটিক্যাল ইলিউশনে একটি জঙ্গলের ছবি দেখা যাচ্ছে। গাছ-গাছালি ছাড়া সেখানে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে এখানেই রয়েছে আসল টুইস্ট। কারণে আপাত দৃষ্টিতে এই ছবিতে গাছ (Tree) ছাড়া আর কিছু না দেখতে পাওয়া গেলেও, এই জঙ্গলের (Jungle) মধ্যেই রয়েছে তিনটি পেঁচা (Owl)। আর সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

Optical illusion, Three owls in a tree Optical illusion

একাধিক নেটিজেন এই চোখের ধাঁধা সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে অনেকের। দেখুন তো আপনি পারেন কিনা।

Optical illusion, Three owls in a tree Optical illusion

আপনি যদি পেরে থাকেন তাহলে সত্যিই আপনার বুদ্ধি এবং দৃষ্টিশক্তির তারিফ করতে হয়। কিন্তু না পেয়ে থাকলেও চিন্তা করার কিছু নেই। কারণ আমরা হাইলাইট করে দিচ্ছি তিনটি পেঁচাকে। ঠাণ্ডা মাথায় গাছটিকে দেখুন। দেখবেন সেখানেই তিনটি পেঁচা বসে রয়েছে। কী এবার দেখতে পেলেন তো?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥