সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এই ছবিগুলি আপাত দৃষ্টিতে আর পাঁচটি সাধারণ ছবির মতো দেখতে হলেও, এর মধ্যে লুকিয়ে থাকে অভিনবত্ব। আর সেই জন্যই এই ছবিগুলি হয়ে ওঠে বিশেষ। এমন অনেক মানুষ আছেন যারা চোখের ধাঁধা সমাধান করাটাকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন।
চোখের ধাঁধা সমাধান করতে গিয়ে অনেকে আবার নিজের ছেলেবেলায় ফিরে যান। ছোটবেলায় যে কোনও ধাঁধার উত্তর দিতে পারলে যে আনন্দ পাওয়া যেত, অপটিক্যাল ইলিউশন সমাধান করেও অনেকে সেই একই আনন্দ অনুভব করেন। আজ আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি অপটিক্যাল ইলিউশন আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল (Viral) সেই চোখের ধাঁধায়, একটি সিংহের (Lion) মুখ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানেই রয়েছে টুইস্ট। কারণ সিংহের মুখের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ইঁদুর (Mouse)। ৫ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
বহু নেটিজেন এই চ্যালেঞ্জ গ্রহণ করে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন। হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া ইঁদুরটিকে খুঁজে পায়নি আর কেউ। দাবি করা হয়েছে, ৯০% মানুষই এই চোখের ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছেন। দেখুন তো আপনি খুঁজে পান কিনা।
আপনি যদি ৫ সেকেন্ডের মধ্যে সিংহের মুখে লুকিয়ে থাকা ইঁদুরটিকে খুঁজে পেয়ে যান তাহলে সত্যিই আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু যদি না পেয়ে থাকেন তাহলেও মন খারাপ করবেন না। কারণ আমরা বলে দিচ্ছি সেই ইঁদুর কোথায় লুকিয়ে রয়েছে।
প্রথমে আপনি ঠাণ্ডা মাথায় সিংহের ছবিটি দেখুন। এরপর নিজের ফোনটা উল্টে নিন। তাহলেই দেখতে পাবেন সিংহ বদলে একটি ইঁদুর দেখতে পাচ্ছেন। সিংহের মুখের মধ্যে লুকিয়ে থাকা ইঁদুরটিকে এবার দেখতে পেলেন তো?