Optical Illusion find the Owl: সোশ্যাল মিডিয়ার (Social Media) এই যুগে প্রত্যেকদিনই কোনও না কোনও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল (Viral) হতে দেখা যায়। এই ছবিগুলি আপাতদৃষ্টিতে আর পাঁচটি সাধারণ ছবির মতো দেখতে হয়। কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে থাকে বিশেষত্ব। আর সেটাকে খুঁজে বের করাই হল আসলে চ্যালেঞ্জের বিষয়।
এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিতভাবে অপটিক্যাল ইলিউশন সমাধান করতে ভালোবাসেন। এর প্রচুর গুণাগুণও রয়েছে। এতে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতার উন্নতি হয়। সেই সঙ্গেই যাচাই করে নেওয়া যায় নিজের আইকিউ লেভেল এবং দৃষ্টিশক্তির প্রখরতাও। আজকের প্রতিবেদনেও এমন একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আপনার জন্য।
সম্প্রতি সমাজমাধ্যমে (Social Media) একটি অপটিক্যাল ইলিউশন ঝড় তুলেছে। সেই ছবি দেখে নেটিজেনরা একেক রকম মত প্রকাশ করছেন। মাত্র ৭ সেকেন্ডের মধ্যে এই ধাঁধা সমাধান করতে হবে বলা হয়েছে। সেই সঙ্গে এও দাবি করা হয়েছে, হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া এই ধাঁধা সমাধান করতে বাকি প্রত্যেকে ব্যর্থ হয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই ছবিতে কী এমন রয়েছে।
ভাইরাল এই চোখের ধাঁধায় বেশ কিছু পাথরের (Rock) চাঁই দেখতে পাওয়া যাচ্ছে। যার আকার অনেকটা বাড়ির মতো। আর সেখানেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা (Owl)। ৭ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।
আপনার সময় শুরু হচ্ছে এখন। ঘড়ি ধরে ঠিক ৭ সেকেন্ড রয়েছে আপনার কাছে। এই সময়ের মধ্যে যদি আপনি পেঁচাটিকে খুঁজে পান তাহলে আপনার দৃষ্টিশক্তি সত্যিই বেশ প্রখর। তাড়াতাড়ি করুন, সময় কিন্তু প্রায় শেষ হতে চলেছে। সময় শেষ! আপনি কি পেঁচাটি খুঁজে পেলেন?
যদি পেয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধিরত তারিফ করতেই হয়। কিন্তু যদি না পেয়ে থাকেন তাহলেও চিন্তার কিছু নেই। কারণ আমরা আপনার জন্য পেঁচাটিকে খুঁজে দিচ্ছি। প্রথমে ছবিটির দিকে তাকান। একটু খুঁটিয়ে দেখলেই দেখতে পাবেন, মাঝবরাবর পেঁচাটি বসে রয়েছে।