• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চশমা পরেও ৯৯% লোকে খুঁজে পায় না! ড্রয়িং রুমের এই ছবিতে মোবাইল খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Optical Illusion find the mobile in Drawing Room: সোশ্যাল মিডিয়ার এই যুগে আকছারই কোনও না কোনও অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এগুলি মস্তিষ্কে এক প্রকারের বিভ্রম সৃষ্টি করে। তবে এমন অনেক মানুষ রয়েছে যারা এগুলিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। নিয়মিত চোখের ধাঁধা সমাধান করা তাঁদের কাছে একটি অভ্যাসের মতো।

বিশেষজ্ঞদের মতে, রেগুলার অপটিক্যাল ইলিউশন সমাধান করার বহু গুণাগুণ রয়েছে। এতে মস্তিষ্কের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গেই বহু চোখের ধাঁধার মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও বোঝা যায়। সম্প্রতি যেমন নেটমাধ্যমে একটি চোখের ধাঁধা ঝড় তুলেছে। তা দেখে নানান ধরণের মতামত প্রকাশ করেছেন নেটিজেনরা।

   

Optical Illusion, Optical Illusion mobile phone in carpet

সম্প্রতি নেটপাড়ায় যে চোখের ধাঁধা ভাইরাল হয়েছে সেখানে একটি ড্রয়িং রুমের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে একটি সাদা রঙের সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্পেট (Carpet) পাতা রয়েছে। নীল-ধূসর ফুল-পাতা আঁকা সেই কার্পেটের মধ্যে সুন্দর চওড়া বর্ডারও করা রয়েছে। আর সেখানে ফুটে উঠেছে জমকালো ফ্লোরাল ডিজাইন।

তবে ছবিতে শুধু কার্পেটই নয়, একটি টেবিলও দেখতে পাওয়া যাচ্ছে। কার্পেটের ওপরেই পাতা রয়েছে সেই টেবিলটি। তবে ছবির বিশেষত্ব লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। কারণ এই ছবির মধ্যে কোথাও একটি মোবাইল ফোন (Mobile Phone) লুকিয়ে রয়েছে।

Optical Illusion, Optical Illusion mobile phone in carpet

হ্যাঁ, ঠিকই দেখছেন। ভাইরাল এই চোখের ধাঁধার মধ্যেই একটি মোবাইল ফোন লুকিয়ে রয়েছে। আর সেটাকে খুঁজে বের করাই হল চ্যালেঞ্জ। তবে সময় রয়েছে মাত্র ৫ সেকেন্ড। অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল খুঁজে বের করতে পারেননি। ১০০ শতাংশের মধ্যে সফল হয়েছেন মাত্র ২ শতাংশ মানুষ। দেখুন তো আপনি খুঁজে পান কিনা।

যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টি শক্তি এবং বুদ্ধিমত্তা দুই-ই যে ভীষণ প্রখর তা স্বীকার করে নিতে হয়। আর না খুঁজে পেয়ে থাকলেও চিন্তা নেই। কারণ আমরা সেই ফোন হাইলাইট করে দিচ্ছি। প্রথমে ঠাণ্ডা মাথায় ছবিটি ভালো করে দেখুন। এরপর কার্পেটের বর্ডারের ভিতরের দিকটায় তাকান। সেখানে নীল রঙের দু’টি বর্ডার করা রয়েছে। ভেতরের দিকের বর্ডারের মধ্যে টেবিলের পায়ের একেবারে পাশেই মোবাইল ফোনটি লুকিয়ে রয়েছে। কার্পেটের নকশার সঙ্গে ফোনটি একেবারে মিশে যাওয়ায় সেটি সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার দেখতে পেলেন তো?