• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দারুন খবরঃ ৫জি ফোন তাও ১৫ হাজারেরও কমে, লঞ্চ হল Oppo A53 5G ভার্শন

জিওর হাত ধরে ভারতে এসেছিল ফোরজি। কিন্তু দ্রুতগতিতে এগিয়ে চলার যুগে ইতিমধ্যেই বাজারে এসে গেছে ৫জি। আর এবার Oppo নিয়ে এল তাদের  Oppo A53 এর ৫জি ভার্শন Oppo A53 5G। মার্কেটে লঞ্চ হওয়া বাকি ৫জি  ফোন গুলির তুলনায় অনেক কম দামে লঞ্চ হয়েছে এই ফোনটি। আসুন দেখে নেওয়া যাক Oppo A53 4G ও Oppo A53 5G এর মধ্যে নতুন কি কি রয়েছে। সাথে নতুন এই ৫জি ফোনের দাম ও স্পেসিফিকেশন আর ফিচারস।

Oppo A53 5G

   

Oppo A53 5G

Oppo A53 5G ফোনটি Oppo A53 4G এরই নতুন ভার্শন। যেমনটা জানা যাচ্ছে ফোনটির ফিচার গুলি হবে নিম্নরুপঃ

  • ৫.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০  হার্টজ ডিসপ্লে। যাতে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা।
  • প্রসেসর হিসাবে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। যাতে রয়েছে ৫জি মোডেম।
  • ফোনটির দুটি র‌্যাম ও স্টোরেজ অপশনে পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
  • ফোনটিতে মোট ৩টি রিয়ার ক্যামেরা থাকছে। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং অন্য দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়াও ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে।
  • ফোনটিতে রয়েছে ৪০৪০ এমএএইচের ব্যাটারি। সাথে ফোনটিতে রয়েছে ৫ভোল্ট ও ২ আম্পিয়ারের ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
  • ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ রয়েছে, তবে সেটা Oppo এর কালার ওএস এরজন্য কাস্টমাইসড।

যেমনটা জানা যাচ্ছে চীনে ফোনটি লঞ্চ হয়েছে ১২৯৯ ইউয়ানে। যা ভারতীয় মুদ্রায় ১৪,৬০০ টাকা দাম হয়। যদিও Oppo  এই ফোনটির বাকি দেশের জন্য  ঠিক কবে থাকে উপলব্ধ হযে তা জানায়নি। তবে আশা করা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই এই ফোনটি বিশ্বের বাজারে ও ভারতে কেনার জন্য পাওয়া যাবে।

site