অনেকেরই ছোট থেকে স্বপ্ন থাকে সেনাবাহিনীতে (Army) যোগ দেবার। ভারতীয় যুবকরা অনেকেই ছোট থেকেই ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেবার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এবার সেই সমস্ত যুবকদের জন্য রয়েছে সুখবর। সেনাবাহিনীতে চালু হচ্ছে রিক্রুটমেন্ট। আগামী ৪ঠা জানুয়ারী ২০২১ থেকে ৩১ শে জানুয়ারী পর্যন্ত জলন্ধর ক্যান্ট রিক্রুটমেন্ট হেডকোয়ার্টারে আয়োজিত হতে চলেছে সেনাবাহিনীর সমাবেশ। জেনে নিন কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা থাকতে হবে, রইল বিস্তারিত।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাঃ
ভারতীয় সেনাবাহিনীতে সাধারণ সৈনিক হিসাবে যোগদানের জন্য বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। যার অর্থ প্রার্থিত জন্মতারিখ হতে হবে ১লা অক্টোবর ১৯৯৯ থেকে ১লা এপ্রিল ২০০৩ এর মধ্যে। কমপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
যদি কোনো প্রার্থী প্রযুক্তিগত সৈনিক হিসাবে যোগ দিতে চান সেক্ষেত্রেও বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। যার অর্থ প্রার্থিত জন্মতারিখ হতে হবে ১লা অক্টোবর ১৯৯৯ থেকে ১লা এপ্রিল ২০০৩ এর মধ্যে। এর সাথে প্রার্থীকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে। শুধু তাই নয় দ্বাদশ শ্রেণীতে বিষয় হিসাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক।
যদি কেউ সিপাহী ট্রেডসম্যান, অর্থাৎ মেস বা হাউস কিপার হিসাবে যোগ দিতে চান সেক্ষেত্রেও বয়সের নিয়ম একই। তবে এক্ষেত্রে অন্তত ৩৩ শতাংশ নম্বর সহ দশম শ্রেণী পাশ করে থাকতে হবে।
কিভাবে আবেদন করবেনঃ
ভারতীয় সেনাবাহিনীতে যোগদেবার জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে অনলাইন আবেদনের রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে তবেই সেনাবাহিনীর সমাবেশে প্রবেশের অনুমতি পারবেন। এই মর্মে ভারতীয় সেনাবাহিনী একটি নিয়োগ সংক্ৰান্ত বিজ্ঞাপন জারি করেছে। রেজিস্ট্রেশন করার পর যথা সময়ে নির্দিষ্ট স্থানে সেনা সমাবেশে উপস্থিত থাকতে হবে প্রার্থীকে।
সেনা সমাবেশের ঠিকানা হল, এপিএস (প্রাথমিক শাখা), মেজর জেনারেল রাজিন্দার সিং গ্রাউন্ড, স্প্যারো রোড, জলন্ধর ক্যান্ট -পাঞ্জাব। এছাড়াও নিয়োগের বিস্তারিত তথ্যের জন্য ও রেজিস্ট্রেশনের জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।