সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking) এর জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ (WhatsApp)। ছোট থেকে বোরো সকলেই স্মার্টফোনে সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য এই চ্যাটিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন। বলতে গেলে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে আজকের দিনে স্মার্টফোন ইউস করে অথচ হোয়াটস্যাপ ইউস করে না। আর হোয়াটস্যাপ ইউস করতে লাগে একটি ফোন নাম্বার।
মূলত সকলেই নিজের ব্যক্তিগত নাম্বার দিয়েই খুলতেন হোয়াটস্যাপ অ্যাকাউন্ট, কিন্তু বর্তমানে অনেকেই নিজেদের ফোন নাম্বার প্রকাশ্যে আনতে চান না। কিন্তু হোয়াটস্যাপ খুলতে হলে একটি ফোন নাম্বার তো প্রয়োজন। তাহলে উপায়? এবার সেই উপায়েরই সন্ধান নিয়েই হাজির হয়েছি। এমন দুটি পদ্ধতি আছে যা দিয়ে পার্সোনাল ফোন নাম্বার ছাড়াই খুলতে পারবেন হোয়াটস্যাপ অ্যাকাউন্ট। ফলে ব্যক্তিগত নম্বর জানতে পারবে না কেউ। আসুন এবার জেনে নেওয়া যাক পদ্ধতিগুলি।
প্রথম পদ্ধতি
ফোনে যেমন সিমকার্ড নিলে ফোন নাম্বার জেনারেট হয়, যা আমরা নিজেদের ব্যক্তিগত নাম্বার হিসাবে ব্যবহার করি। ঠিক তেমনি ভার্চুয়াল ফোন নাম্বার পাওয়া যায়। অর্থাৎ সিম কার্ড ছাড়াই আপনি পেয়ে যাবেন একটি নাম্বার। সেই নাম্বার দিয়ে আপনি যেমন কল করতে পারেন তেমনি পারেন টেক্সট মেসেজ করতে। ইন্টারনেটে খুঁজলে এরখম একাধিক ভার্চুয়াল প্রোভাইডার পাওয়া যাবে। যেমন – TextNow হল একটি জনপ্রিয় ভার্চুয়াল নাম্বার অ্যাপ।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের ভার্চুয়াল নাম্বার দিয়েই চালু করতে পারেন হোয়াটস্যাপ। এই অ্যাপটির সাহায্যে আপনি ৫টি পর্যন্ত ভার্চুয়াল নাম্বার পেতে পারেন। সেই নাম্বার দিয়েই খুলতে পারেন হোয়াটস্যাপ। ভেরিফিকেশন কোডও চলে আসবে মেসেজের মাধ্যমে।
দ্বিতীয় পদ্ধতি
সকলের ধারণা হোয়াটস্যাপ যেহেতু স্মার্টফোনের অ্যাপ্লিকেশন তাই হয়তো মোবাইল নাম্বার ছাড়া চালু হবে না। কিন্তু জানেন কি আপনি চাইলে ল্যান্ড লাইন দিয়েও চালু করতে পারেন হোয়াটস্যাপ! হয়ে ঠিকই শুনেছেন ল্যান্ড লাইন দিয়েও চালু করা যায় হোয়াটস্যাপ। তবে, এর জন্য নরমাল হোয়াটসাপের বদলে ফোনে ইনস্টল করতে হবে হোয়াটস্যাপ বিসনেস। তাহলেই ল্যান্ড লাইন নম্বর দিয়ে চালু করতে পারবেন হোয়াটস্যাপ।
এর জন্য আপনাকে রেজিস্ট্রেশনের সময় ফোন নাম্বারের জায়গায় আপনার ল্যান্ড লাইন নাম্বারটি দিতে হবে। তবে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে +৯১ দিয়ে আপনার ল্যান্ড লাইন নাম্বার দিতে হবে। যেমন ধরুন আপনার ল্যান্ড লাইন নম্বর ০৩৩- ১২৩৪ ৫৬৭৮ তাহলে আপনাকে রেজিস্ট্রেশনের সময় +৯১৩৩১২৩৪৫৬৭৮ লিখে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর টেক্সট মেসেজে ওটিপি এক্সপায়ার হলে কল মি অপশন সিলেক্ট করলেও আপনার ল্যান্ড নাম্বারে ওটিপি সহ ফোন চলে যাবে। আর সেই ওটিপি দিয়েই সম্পূর্ণ হয়ে যাবে রেজিস্ট্রেশন।