• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতের বাজারে Mi Band কে ভারী টক্কর দিতে আসছে OnePlus Band

আজকাল ইন্টারনেটের যুগ। বিগত দুই দশকে ২জি থেকে সোজা ৫জীতে পৌঁছে গিয়েছে সকলে। আর যত প্রযুক্তির অগ্রগতি হয়েছে ততই নতুন নতুন টেকনোলজির দিকে আকৃষ্ট হয়েছে মানুষ। মোবাইল থেকেশুরুকরে ঘড়ি সবই স্মার্ট হয়েছে। টেকনোলজির দিক দিয়ে কিছু ব্র্যান্ড দারুন সাফল্য অৰ্জন করেছে। যেমন Xiomi, Oneplus, Realme ইত্যাদি। তবে যুগের পরিবর্তনের উদাহরণ স্বরূপ বলা যেতে পারে একসময় মানুষ ঘড়ি পড়তে অভ্যস্ত ছিল। সেই সময় ঘড়ি দিয়ে শুধুমাত্র সময়ই দেখা যেত। কিন্তু যুগের সাথে সাথে ব্যাপক পরিবর্তিত হয়েছে ঘড়ি। আজকাল স্মার্ট হয়ে গিয়েছে হাতঘড়ি।

OnePlus Band Smart Band Smart Watch

   

আর বর্তমান যুগের স্মার্টওয়াচে সময় দেখা তো নিছক বাহানা! স্মার্টওয়াচগুলিতে রয়েছে দুর্দান্ত সমস্ত ফিচার। হার্ট রেট সেন্সর থেকে শুরু করে ফিটনেস ট্র্যাকার, ফুটস্টেপ কাউন্টার আরো কত কি। এই স্মার্টয়াচের  চাহিদা বর্তমানে প্রচুর বেড়ে গিয়েছে। ব্যস্ত জীবনের নিজের শরীরের সন্মন্ধে যদি কেউ একটা  বোতাম টিপে জানিয়ে  দেয়, তাহলে সেটা কে না চায়।

OnePlus Band

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি  যেমন Xiaomi, Realme, Samsung সকলেই নিজেদের স্মার্টওয়াচ বা আরো সহজ ভাষায় বলতে গেলে স্মার্টব্যান্ড বাজারে এনেছে। তবে বাকিদের থেকে অনেক বেশি জনপ্রিয় Xiaomi Mi Band। এবার Mi Band কে টক্কর দিতে ভারতের বাজারে আসছে OnePlus Band। OnePlus তার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জেরে ব্যাপক জনপ্রিয়। আর এবার OnePlus নিজের স্মার্টব্যান্ড নিয়ে হাজির হতে চলেছে।

OnePlus Band

যেমনটা জানা যাচ্ছে ২০২১এর প্রথম কোয়ার্টারেই ভারতে আস্তে পারে এই OnePlus Band। যার দাম হতে চলেছে ৩০০ টাকার মধ্যে। নতুন এই ব্যান্ডে Mi Band এর মোট সমস্ত ফিচার থাকবে বলে জানা যাচ্ছে। সাথেথাকবে দীর্ঘ মেয়াদি ব্যাটারি ও ওয়াটার প্রুফ বডি। আশা করা যাচ্ছে এই নতুন OnePlus Band টি Mi Band কে জোর টেক্কা দিতে পারে।

site