একজন প্রেমিকের (Boy Friend) দুই দুখানা প্রেমিকা (Girl Friend) । কেউই প্রেমিককে ছাড়তে রাজী নয়। দুজনের সাথে প্রেম করে একজনকে বিয়ে করাও যে ঘোর অন্যায়। তাই দুজনের কথা রাখতে বিয়ের কার্ডে (Wedding Card) নাম ছাপানো হল দুই প্রেমিকারই। ওই একটা বিখ্যাত গান আছেনা? “কত কী যে সয়ে যেয়ে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে কোরোনা কেউ যদি কিছু বলে”। তাই লোকের কথার ধার না ধেরে ভালোবাসার জন্য এবার তিন জনেই মিলেমিশে থাকার সিদ্ধান্ত নিল।
বিয়ের কার্ডও ছাপানো হল সেই মতোই। ছত্তিশগড়ের চান্দু মৌর্য নামে এক ব্যক্তির প্রেমে পড়ে দুই যুবতী। অবশেষে তিনজনের সম্মতিতেই একই মন্ডপে বিয়ে হয় তাদের।
চান্দু পেশায় একজন কৃষক। প্রথমে তিনি প্রেম করতেন সুন্দরী নামে একটি মেয়ের সঙ্গে, তার কিছুদিন যেতে না যেতেই তিনি প্রেমে পড়েন হাসিনার। দুজনের সঙ্গেই একইসাথে চলতে থাকে মেলামেশা। শোনা যায় একই সঙ্গে সহবাসও নাকি করেছেন চান্দু সুন্দরী এবং হাসিনা। একসাথেই থাকতেন তারা তিনজন।
অবশেষে তাদের সম্পর্কর সামাজিক স্বীকৃতি দিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বিয়ের কার্ডে তিনজনের নাম ছাপিয়ে, ৬০০ লোক নিয়ে ধুমধাম করে গত ৩রা ফেব্রুয়ারী বিয়ে সারেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন দুই কনে এবং বরের পরিবারের লোকও।