• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় লোকের ফেলে দেওয়া সিগারেট কুড়িয়ে খেতেন সঞ্জয় দত্ত! তারপর নিজেই হলেন আস্ত নেশাখোর

Published on:

সঞ্জয় দত্ত,নেশা,রিহ্যাব,জেল,৫০০ টাকা,ঠোঙা,Sanjay dutt,REHAB,jail,500 rs,cigarette,সিগারেট

সঞ্জয় দত্তের (Sanjay Dutta) নামে আজও কাঁপে বলিউড৷ বলিউডে সফল অভিনেতা হিসাবে পরিচয় পেলেও একাধিক বিতর্কের সাথে যুক্ত অভিনেতা। শতাধিক নারীর সাথে সম্পর্ক থেকে ড্রাগস নেওয়া এমনকি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সাথেও যোগ ছিল তার। অভিনেতা নিজেই স্বীকার করেছিলেন এই সমস্ত কাণ্ডকারখানার কথা। এমনকি তার জীবন নিয়ে ইতিমধ্যেই সিনেমা তৈরী হয়ে গিয়েছে বলিউডে। এই ছবিতেই ফুটে উঠেছে সঞ্জু বাবার জীবনের সমস্ত ওঠাপড়ার কথা।

ছোট থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল না। তবে বাবা সুনীল দত্ত ছিলেন বিখ্যাত অভিনেতা, তার কথা রাখতেই কলেজটুকু কোনোমতে পাশ করেছিলেন তিনি। প্রায় সমস্ত ধরণের নেশার দ্রব্য ব্যবহার করেছিলেন তিনি। তবে একসময় এতটাই বেড়ে যায় নেশার পরিমাণ যে জীবনটাই তছনছ হতে শুরু করে। সঞ্জয় দত্ত নিজের মুখেই স্বীকার করেছিলেন যে তিনি একসময় ড্রাগসের নেশায় একেবারে ডুবে গিয়েছিলেন।

cropped-Sanjay-Dutt-Kabir-Bedi-Kishore-Kumar-Bollywood-starts-who-did-multiple-marriages.jpg

কিন্তু বলিউডের পাক্কা নেশাখোরের নেশার শুরুর গল্পটাই আজ জানাব Bong Trend এর পর্দায়। বাবা সুনীল দত্ত আর মা নার্গিসের পুত্র তিনি, তবে ছোট থেকেই সঞ্জু বাবার দুষ্টুমিতে হিমশিম খেতে হত তার বাবা মাকে। এমনকি মায়ের সাথে সঞ্জয় তর্ক জুড়েছিলেন বাবা সিগারেট খেতে পারলে তিনি কেন পারবেন না?

সঞ্জয় দত্ত,নেশা,রিহ্যাব,জেল,৫০০ টাকা,ঠোঙা,Sanjay dutt,REHAB,jail,500 rs,cigarette,সিগারেট

এই কথা শুনে নার্গিসের হাতে বেদম মার ও খান সঞ্জয় দত্ত। কিন্তু তাতেও দমে যাওয়ার পাত্র নন মুন্না ভাই। অবশেষে অবস্থা বেগতিক দেখে সুনীল দত্ত বলেন, ঠিক আছে, ওকে সিগারেট খেতে দাও। একবার গলায় ধোঁয়া ঢুকলে আর কোনওদিন বায়না করবে না। কিন্তু ওবাবা, দেখা যায় সিগারেট দেওয়া মাত্রই দিব্য ধোঁয়া ছাড়ছেন সঞ্জয় সাথে মুচকি মুচকি হাসছেন ও। এই কান্ড দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল নার্গিস সুনীলের৷

সঞ্জয় দত্ত,নেশা,রিহ্যাব,জেল,৫০০ টাকা,ঠোঙা,Sanjay dutt,REHAB,jail,500 rs,cigarette,সিগারেট

এরপর আরও এক ঘটনা ঘটে সঞ্জয় তখন ছোট। বাবা তখনকার হিন্দি সিনেমার বিখ্যাত নায়ক সুনীল দত্তর কাছে বিখ্যাত প্রযোজক, পরিচালকরা প্রায়শই আসতেন। আর তাদের সিগারেট খাওয়ার ও অভ্যেস ছিল। তারা সিগারেট খেয়ে ড্রয়িং রুমের জানলা দিয়ে ফেলতেন আর সেই সিগারেট কুড়িয়ে সুখটান দিতেন ছোট্ট সঞ্জয় দত্ত। একদিন এই কীর্তি করতে গিয়ে বাবার কাছে হাতেনাতে ধরাও পড়েছিলেন মুন্না ভাই৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥