• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্ষয় কুমারকেই ভালোবাসতেন কাজল ! এই কারনে বাধ্য হয়ে বিয়ে করেন অজয় দেবগণকে

Published on:

অক্ষয় কুমার,অজয় দেবগণ,কাজল,করণ জোহার,akshay kumar,ajay devgan,kajol,karan johar

সুপরিচিত বলিউড অভিনেত্রী কাজল তার দুর্দান্ত অভিনয় এবং এক্সপ্রেশনের জন্য পরিচিত। কাজল একজন বলিউড অভিনেত্রী যিনি সবসময় ইতিবাচক চিন্তা করেন এবং হাসিখুশি থাকেন। কাজল তার ক্যারিয়ারে প্রতিটি বড় সুপারস্টারের সাথে কাজ করেছেন। অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার জুটি আজও জনপ্রিয় । জানিয়ে রাখি , চলচ্চিত্রে কাজ করার সময়ই বিখ্যাত অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। দুজনের বিয়ে হয়েছে আজ প্রায় ২৩ বছর হতে চলল।

কাজল ও অজয় দেবগনের দুটি সন্তান রয়েছে, যাদের নাম নাইসা ও যুগ । কিন্তু তার স্বামী অজয় দেবগনের আগে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে ভালোবাসতেন কাজল। বলা হয়, অক্ষয় কুমারের এক ঝলক দেখতে মরিয়া ছিলেন কাজল। শুধু তাই নয়, যে কোনও পার্টি ও অনুষ্ঠানে তার চোখ শুধু অক্ষয় কুমারকেই খুঁজত। এটিও বলা হয় যে অক্ষয় কুমারের কারণেই তিনি বিখ্যাত পরিচালক করণ জোহরের সাথে বন্ধুত্ব করেছিলেন এবং তারা একসাথে অক্ষয় কুমারকে দেখতেন। করণ জোহর এবং কাজল নিজেরাই একটি সাক্ষাত্কারের সময় একথা প্রকাশ করেছিলেন।

অক্ষয় কুমার,অজয় দেবগণ,কাজল,করণ জোহার,akshay kumar,ajay devgan,kajol,karan johar

আসলে, কাজল এবং করণ জোহর সম্প্রতি জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন। এদিকে, করণ জোহর প্রকাশ করেছেন যে কাজল অক্ষয় কুমারকে পাগলের মতো খুঁজছিলেন। একটি খুব মজার গল্প শেয়ার করে কাজল বলেন, “একটি পার্টিতে করণ একটি স্যুট-বুট পরে এসেছিল। যে এইভাবে পার্টিতে আসে তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাকে দেখে আমার হাসি থামেনি। করণকে পার্টি ছাড়তে হয়েছিল। কাজল করণকে নিয়ে এত হাসির জন্য।”

kajol

এদিকে করণ বলেন, “কেউ আমাকে বলেছিল যে কাজল অক্ষয়কে খুব পছন্দ করে। দ্বিতীয়বার আমরা আবার একটি পার্টিতে দেখা করি। সেই সময়, অক্ষয় কুমার তারকা হয়েছিলেন। তিনিও পার্টিতে এসেছিলেন।” করণ আরও বলেন, “কাজল অক্ষয় কুমারকে খুঁজছিলেন এবং আমিও তাকে খুঁজতে গিয়েছিলাম। তারপর কাজল এবং আমি একসাথে অক্ষয় কুমারকে খুঁজতে শুরু করি। পার্টিতে অক্ষয় কুমারের সাথে আমাদের দেখা হয়নি, কিন্তু সেখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল।” কাজল বলেছিলেন যে যখন অজয় দেবগন তার জীবনে প্রবেশ করলে অক্ষয়ের কথা একেবারেই ভুলে যান তিনি।

অক্ষয় কুমার,অজয় দেবগণ,কাজল,করণ জোহার,akshay kumar,ajay devgan,kajol,karan johar

এদিকে,অক্ষয় কুমার এবং অজয় দেবগন ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। দুজনে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেন। অক্ষয় কুমার এবং অজয় দেবগন প্রথমবার ‘সুহাগ’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে এবং এর গানগুলো বেশ সমাদৃত হয়। এরপর ২০০৪ সালে অক্ষয় ও অজয় দেবগন ‘খাকি’ ছবিতে অভিনয় করেন। এই ছবিতে অজয়কে খলনায়কের ভূমিকায় দেখা যায়, অক্ষয় কুমার ছিলেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। এরপর ২০০৫ সালে ‘ইনসান’ ছবিতে আবারও দেখা যায় এই দুই অভিনেতাকে। এই ছবিতে, অজয় একজন পুলিশ অফিসার ছিলেন এবং অক্ষয় কুমারকে একজন অটো চালকের ভূমিকায় দেখা গিয়েছিল। সম্প্রতি এই দুই অভিনেতা রোহিত শেঠির ছবি ‘সূর্যবংশী’-তে হাজির হয়েছেন।

Kajol Devgan

‘ইয়ে দিল্লাগি’ ছবিতে অভিনয় করেছিলেন কাজল ও অক্ষয় কুমার। এই জুটি খুব প্রিয় ছিল। অক্ষয় ও কাজল ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন বিখ্যাত অভিনেতা সাইফ আলি খান। কাজল ও অজয় দেবগনের বিয়ের কথা বলা যাক। ১৯৯৯ সালে তারা বিয়ে করেন। এরপর ২০০৩ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যা নিয়াসা। অতঃপর তাদের ঘরে এক পুত্রের জন্ম হয় যার নাম যুগ। এখন গুছিয়ে সংসার করছেন কাজল। পুরোনো প্রেম অক্ষয়কে ভুলে অজয়ের সাথেই সুখী আছেন তিনি।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥