• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তুমি হিরো হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব’! পরিচালকের অপমানের যোগ্য জবাব দিয়ে আজ ‘মহাগুরু’ মিঠুন

শূন্য থেকে শুরু করেও আজ দেশের প্রথমসারির একজন মেগাস্টার হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।  টলিউড (Tollywood) হোক  কিংবা বলিউড (Bollywood) উভয় ইন্ডাস্ট্রিতেই আজও অব্যাহত মিঠুন ম্যাজিক। আজ ৭২ বছর বয়সে এসেও দাপিয়ে অভিনয় করে চলছেন তিনি।

সিলভার স্ক্রিনে মিঠুনের উপস্থিতি আজও ঝড় তোলে দর্শকমহলে। বলিউডের ডিস্কো কিং বড় পর্দায় আসলে আজও হল ফেটে যায় মুহুর্মুহু হাততালি আর সিটিতে। তাই এই বয়সে এসেও স্টারডম কিভাবেধরে রাখতে হয় তা শিখতে হয় এই লিভিং লেজেন্ডের কাজ থেকে।

   

Mithun Chakraborty

তবে অভিনেতার জীবনে আজকের এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। তার জন্য একসময় তিনি কাটিয়েছেন একাধিক নিদ্রাহীন রাত, খেয়েছেন আধপেটা সেইসাথে জুটেছে বলিউডের তৎকালীন সুপারস্টার থেকে শুরু করে নামি দামি পরিচালকদের লাঞ্ছনা আর অপমান।

তবে শুরু থেকেই গরিব ঘরের ছেলে হলেও মিঠুনের ছিল অসম্ভব মনের জোর তাই চারপাশের মানুষের অসংখ্য নেতিবাচক মন্তব্য শুনেও নিজের বিশ্বাস নিজের স্বপ্ন থেকে সরে আসেন নি তিনি বিটাউনের অন্দরের খবর একসময় মিঠুনকে ঢেউ করতে ছাড়েননি জিতেন্দ্র থেকে শুরু করে রাজকুমারও। প্রকাশ্যে দুর্ব্যবহার করেছিলেন তারা।

Mithun Chakraborty

সে সময় ইন্ডাস্ট্রিতে বহিরাগত মিঠুন সেই সব অপমান মুখ বুজে সহ্য করে মাটি কামড়ে পড়েছিলেন হিরো হওয়ার আশায়। তখন ইন্ডাস্ট্রিতে সেভাবে পাকাপাকি জায়গা করতে পারেননি এই বাঙালি যুবক। এমন সময় বলিউডের এক জনপ্রিয় পরিচালক তাঁকে মুখের ওপরে বলে দিয়েছিলেন ‘তুমি যদি হিরো হতে পারো তাহলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব’।

Mithun Chakraborty young

পরবর্তীকালে ওই পরিচালক ইন্ডাস্ট্রি ছেড়ে ছিলেন কিনা জানা নেই। তবে মিঠুন পেরেছিলেন হিরো হতে।  নিজের দমেই তিনি হয়ে উঠেছিলেন সুপারস্টার। জীবনের এই তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে একবার এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন ‘এক বড় মাপের পরিচালক একবার বলেন আমি যদি হিরো হই, তবে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। পরে যদিও আমার সঙ্গে তিনি একটি ছবি করেন। আর সেই ছবিও সুপারহিট হয়। আমি কিন্তু কখনো তাঁকে অশ্রদ্ধা করিনি’।

site