বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা কেবলমাত্র নিজেদের প্রতিভার জোরে সফল হয়েছেন। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে জিতে নিয়েছেন দর্শকমন। তবে তাঁদের এই লড়াই একেবারেই সহজ ছিল না। বলিউডে এমন অনেক অভিনেতা (Bollywood actors) রয়েছেন যাদের চেহারার (Looks) কারণে বাতিল করে দেওয়া হয়েছিল। আজকের প্রতিবেদনে এমনই ৭ সুপারস্টারের নাম তুলে ধরা হল।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) – গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিনোদন দুনিয়ায় রাজত্ব করছেন ‘শেহেনশাহ’ অমিতাভ। তবে একসময় তাঁকেই নিজের উচ্চতার কারণে রিজেক্ট হতে হয়েছিল। তবে হাল ছাড়েননি ‘বিগ বি’। আজ নিজের প্রতিভার জোরে এত সফল তিনি।
শাহরুখ খান (Shah Rukh Khan) – টেলিভিশন থেকে কেরিয়ার শুরু করার পর এখন বলিউডের ‘বাদশা’। গত তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন শাহরুখ। তবে অনেকেই হয়তো জানেন না, কেরিয়ারের শুরুর দিকে চেহারার জন্য প্রচুর রিজেকশনের সম্মুখীন হয়েছিলেন ‘কিং খান’।
ধনুষ (Dhanush) – দক্ষিণের এই নামী অভিনেতা বলিউডেও কাজ করে ফেলেছেন। সাউথ ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন ধনুষ। শোনা যায়, কেরিয়ারের শুরুর দিকে নিজের লুকসের কারবে একাধিক জায়গা থেকে রিজেক্ট করা হয়েছিল তাঁকে। আজ নিজের প্রতিভার জোরে এত সফল ধনুষ।
গোবিন্দা (Govinda) – বলিউডের ‘হিরো নম্বর ১’এর নামও লিস্টে রয়েছে। অভিনয় হোক বা নাচ, গোবিন্দার জুড়ি মেলা ভার। এখনও তাঁর প্রচুর অনুরাগী রয়েছে। জানিয়ে রাখি, বি টাউনের এই নামী অভিনেতাও নিজের কেরিয়ারের শুরুতে চেহারার জন্য রিজেক্ট হয়েছিলেন।
রণবীর সিং (Ranveer Singh) – বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে নাম থাকবে রণবীর সিংয়ের। তবে কেরিয়ারের শুরুতে কাজ পেতে গিয়ে কালঘাম ছুটেছিল অভিনেতার। রণবীর নিজে একজবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁকে উত্তর ভারতীয়দের মতো দেখতে বলে বহুবার রিজেক্ট করে দেওয়া হয়েছিল।
নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) – বি টাউনের এই প্রতিভাবান অভিনেতার নামও রয়েছে তালিকায়। নওয়াজ একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর চেহারা এবং গায়ের রঙয়ের জন্য বহুবার রিজেকশনের সম্মুখীন হতে হয়েছিল।
রাজকুমার রাও (Rajkummar Rao) – বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওয়ের নামও লিস্টে রয়েছে। কেরিয়ারের শুরুতে তাঁকেও বহুবার প্রত্যাখ্যান করা হয়েছিল।
তথাকথিত নায়কসুলভ চেহারা এবং উচ্চতা না থাকার জন্য কেরিয়ারের শুরুতে বহুবার রিজেক্ট করে দেওয়া হতো রাজকুমারকে।