• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভবতী মৌসুমীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য রাজেশ খান্নার! জবাবে কী বলেছিলেন নায়িকা?

Updated on:

Rajesh Khanna,Mousumi Chatterjee,Bollywood Gossip,রাজেশ খান্না,মৌসুমী চ্যাটার্জী,বলিউড গসিপ

সিনেমা জগতের অত্যন্ত দাপুটে একজন অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)।  একটা সময় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে সিনেমা জগৎকে সমৃদ্ধ করেছেন তিনি। জানা যায় মাত্র ১৬ বছর বয়সে বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemant Mukherjee) ছেলে জয় মুখোপাধ্যায়ের (Joy Mukherjee) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে।

তবে এই সন্তানদের সন্তানদের নিয়েই নাকি একবার একজন বলিউড (Bollywood) তারকার কুরুচিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়কে। সেই অভিনেতা আর কেউ নন তিনি হলেন সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna)। জানা যায় সে সময় মৌসুমী যখন অন্তঃসত্তা (Pregnant) ছিলেন তখন তাঁর উদ্দেশ্যে এক নোংরা ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Dirty Suggestive Question) করেছিলেন রাজেশ খান্না।

Rajesh Khanna,Mousumi Chatterjee,Bollywood Gossip,রাজেশ খান্না,মৌসুমী চ্যাটার্জী,বলিউড গসিপ

‘গর্ভে কার সন্তান তোমার? বিনোদ মেহরার?’ সহ অভিনেত্রী মৌসুমীর উদ্দেশ্যে ঠিক এই প্রশ্নটাই নাকি করেছিলেন রাজেশ খান্না। এত বড় একজন অভিনেতার মুখে এমন কুরুচিকর প্রশ্ন শুনে বেজায় রেগে গিয়েছিলেন মৌসুমী। তবে তিনিও ছেড়ে কথা বলেননি রাজেশ খান্নাকে।

সেসময় রাজেশ খান্নার স্ত্রী ডিম্পল কাপাডিযার সাথে চকলেট বই ঋষি কাপুরের প্রেমের গুঞ্জনে বিটাউনে কান পাতাই দায় হয়ে উঠেছিল। সেসময় ডিম্পল আর ঋষির প্রেম ছিল পেজ থ্রীর পাতার হট টপিক। তাই সেই প্রসঙ্গ টেনেই রাজেশ খান্নাকে খোঁচা মেরে মৌসুমীর প্রশ্ন ছিল ‘ডিম্পলের সন্তানেরা কার? তাঁর নাকি ঋষির?

Rajesh Khanna

প্রসঙ্গত সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই নানান পুরনো ঘটনা নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করতে শোনা গিয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত এই বর্ষীয়ান অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ সিনেমায়।  এছাড়াও গয়নার বাক্স সিনেমাতেও দারুন প্রশংসিত হয়েছিল মৌসুমীর অভিনয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥