• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মন ফাগুন’-এ জমে উঠেছে প্রেম কাহিনী, ভ্যালেন্টাইন্সডেতে পিহুকে প্রপোজ করল ঋষি, ভাইরাল ভিডিও

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। আর বিগত বেশ কিছুদিন ধরেই দর্শকমহলে বাড়ছে সিরিয়ালের জনপ্রিয়তা। তাই দর্শকদের চাহিদা পূরণের পাশাপাশি টিআরপি তালিকায় বড়সড় বদল আনতে নিত্যনতুন সিরিয়াল এনে রীতিমতো চমক দিচ্ছে বিনোদন মূলক চ্যানেলগুলি।

তাই সন্ধ্যা হতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে বসে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের মেলা। তার মধ্যেই পছন্দের সিরিয়াল দেখে মনের ক্লান্তি দূর করেন সিরিয়ালপ্রেমী দর্শকরা। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)। এমনিতে এই সিরিয়ালের বয়স বেশি না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই ঋষি-পিহুর এই মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়েছে দর্শকদের।

   

মন ফাগুন,Mon Phagun,ঋষি,Rishi,পিহু,Pihu,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day,প্রপোজ,Propose

দর্শকদের ভালোবাসায় বেশ কিছুদিন ধরেই টি আর পি তালিকার প্রথম সারিতে উঠে এসেছে এই সিরিয়াল।উল্লেখ্য জনপ্রিয় এই ধারাবাহিকে ঋষিরাজ এবং প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নবাগতা সুন্দরী অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। টিভির পর্দায় এই মিষ্টি জুটির রসায়ন মন ছুঁয়েছে দর্শকদের।

মন ফাগুন,Mon Phagun,ঋষি,Rishi,পিহু,Pihu,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day,প্রপোজ,Propose

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে ঋষি এখনও জানে না পিহুই তার ছোটো বেলার হারানো প্রেম। কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে মিস বৃষ্টি বাড়ি কে দেখে চোখে হারাচ্ছে ঋষি। অজান্তেই একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছে ঋষি পিহু। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে ভ্যালেন্টাইস ডে স্পেশাল এপিসোড।

মন ফাগুন,Mon Phagun,ঋষি,Rishi,পিহু,Pihu,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day,প্রপোজ,Propose
সিরিয়ালের এই বিশেষ পর্বে দর্শকদের জন্য ছিল একাধিক চমক। ঋষি পিহুকে আরও কাছাকাছি আনতে সেন বাড়িতে হাজির হয়েছিলেন পিহু পছন্দের হিরো অঙ্কুশ হাজরা সহ অভিনেত্রী দেবলীনা দত্ত। ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় ‘সামি’ গানে নাচতে দেখা যায় তাকে। আর এদিনের পর্বে দেখা গিয়েছে সকলের সামনেই নিজের মনের কথা জানিয়ে পিহুকে প্রপোজ করে ঋষি। কিন্তু তার পরেও খুশি হয়নি পিহু। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই পর্বের ভিডিও।