• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহা ষষ্ঠীর সকালে পুজোর সাজে নেট পাড়ায় ঝড় তুললেন স্বস্তিকা! মুহূর্তে ভাইরাল ছবি

Published on:

পুজো এসে গেছে, আর আজ শুভ মহাষষ্ঠী। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই ম্লান পুজোর আনন্দ। করোনা ভাইরাসের জেরে এবার পুজোর দিন গুলোতেও থমথম করছে চারিধার। এই পরিবেশে যেন কার্যত বসন্ত এনে দিলেন স্বস্তিকা। মহা ষষ্ঠীর সকালে সেজে গুজে হাজির হয়েছেন তিনি।

৩৯ এর কোঠায় বয়স অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। তবুও এই বয়সে তার জন্য পাগল পুরুষ ভক্তরা। সাহসী দৃশ্য থেকে স্নিগ্ধ চরিত্র অভিনয়ের দক্ষতায় টলি-পাড়ার শীর্ষ তালিকার প্রথমেই নাম ওঠে স্বস্তিকার। সমস্ত চরিত্র, সব অবতারেই সহজাত তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট মানেই নিমেষে তা ভাইরাল।

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় আর রূপের দ্যুতি ছড়িয়ে যতটা দর্শকের নজর কেড়েছেন তিনি, সাহসী দৃশ্যে অভিনয় করে তার চেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভই থাকেন তিনি। নতুন নতুন সাজে ছবি পোস্ট করে দর্শকদের মন রাখেন লাস্যময়ী এই অভিনেত্রী। এবার একদম পুজোর সাজে তৈরি স্বস্তিকা। সাদা ব্লাউজ, গোলাপি শাড়ি আর মাথায় ফুলের টিকলিতে সেজেছেন তিনি। বিনা মেকাপেই তাকে যেন আরও স্নিগ্ধ দেখাচ্ছে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ” পাড়ায় ঢাক বাজছে,মাইকে নম মাধব শুনতে পেলাম। এইটুকু পেলেই তো হল”

ছবি পোস্ট করে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। লাইক আর কমেন্টের ঝড়ে ইতিমধ্যেই ভাইরাল তার ছবি। কেউ তার কমেন্টে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “মা দুর্গাকে সবাই পূজো করলেও সমাজে প্রতিবাদী দুর্গাকে পুরুষ সমাজ দমিয়ে রাখতে চায় । আপনার মত মহীয়সী নারী সে প্রতিবাদী রূপ ধরে রাখতে পারেন। আপনি আমদের অনুপ্রেরণা ” কেউ বা লিখেছেন, “হেন পোশাক নেই যা ওকে মানায় না। ওর ব্যক্তিত্বটাই এমন। সহজ, সুন্দর। ছলনাহীন।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥