• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছরের প্রথম দিনই মেয়ের মুখে মা ডাক শুনলেন অনুষ্কা! ভাইরাল ভামিকার মিষ্টি ভিডিও

Virat kohli,vamika,md shami,rape,rape threat,বিরাট কোহলি,ভামিকা,Anushka Sharma,অনুষ্কা শর্মা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) । পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী। গত বছরেই মা হয়েছেন অনুষ্কা শর্মা। এ বছর জানুয়ারিতেই বিরাট কন্যা ভামিকার (Vamika) বয়স হবে এক বছর। বর্তমানে অনুষ্কার জগৎ জুড়ে রয়েছেন একরত্তি মেয়ে ভামিকা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকলেও আজ পর্যন্ত মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসেননি এই সেলিব্রেটি জুটি।

উল্লেখ্য ভামিকার জন্মের আগেই এক সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে অভিনেত্রী জানিয়েছিলেন ‘আমরা অনেক ভাবনাচিন্তা করেছি। জনগণের চোখের সামনে অবশ্যই আমরা আমাদের সন্তানকে বড় করতে চাই না। সোশ্যাল মিডিয়াতে কোনওভাবেই সন্তানকে যুক্ত করতে চাই না। এই সিদ্ধান্তটা সন্তানের উপর ছেড়ে দেওয়া উচিত।’

Virat kohli,vamika,md shami,rape,rape threat,বিরাট কোহলি,ভামিকা,Anushka Sharma,অনুষ্কা শর্মা

তাই এখনও পর্যন্ত মেয়ের মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি বিরাট অনুষ্কা। এমনকী,পাপারাৎজিদের কাছেও অনুরোধ করেছেন যাতে তাঁদের অনুমতি ছাড়া ভামিকার কোনও ছবি তোলা না হয়। তবে ভামিকার মুখ না দেখালেও সোশ্যাল মিডিয়ায় এবার বছরের শুরুতে মা হওয়ার একটি মিষ্টি অঅনুভূতি শেয়ার করেছেন অনুষ্কা।

প্রথম বার ভামিকার মুখে মা ডাক শুনেছেন অভিনেত্রী। এই খুশি সকলের সাথে ভাগ করে নিতে ভোলেননি অনুষ্কা। এবারেও মেয়ের মুখ দেখাননি তিনি৷ ভিডিওতে দেখা যাচ্ছে সামনে সবুজ প্রান্তর তার মাঝেই আধো আধো বুলিতে ‘মা’ বলে ডাকছে ছোট্ট খুদে।

 

বর্তমানে মেয়ে ভামিকাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন বিরুষ্কা। গতকালই একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রথম বার বাবার খেলা দেখতে মায়ের কোলে চড়ে সেঞ্চুরিয়ানের মাঠে হাজির হয়েছে ১১ মাসের বিরাট কন্যা ভামিকা। আর মেয়েকে দেখে মাঠ থেকে হাত ও নাড়াতে দেখা গিয়েছিল বিরাটকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥