• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গানের মঞ্চে বিয়ের আসর! রিয়ালিটি শোয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কাশ্মীরী গায়ক নিখিল

Published on:

Super Singer 3,সুপার সিঙ্গার ৩,Nikhil Majotra,নিখিল মাজোত্রা,Sushmita Biswas,সুস্মিতা বিশ্বাস,Reality Show,রিয়ালিটি শো

স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার ৩’(Super Singer 3)। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই শোয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখানে যাচ্ছে গানের মঞ্চে বসেছে বিয়ের আসরে। উল্লেখ্য এই শোয়ের প্রতিযোগিদের মধ্যে অন্যতম হলেন কাশ্মীরি গায়ক তথা প্রতিযোগী নিখিল মাজোত্রা।

সুপার সিঙ্গারের মঞ্চে প্রতিযোগি নিখিল মাজোত্রা আংটি বদল করতে চলেছেন দীর্ঘদিনের বাঙালি প্রেমিকা সুস্মিতা বিশ্বাসের সঙ্গে। জম্মুর ছেলে সে,তাই আর পাঁচ জন বাঙালি পরিবারের বাবা মায়ের মতো চিন্তায় ছিলেন সুস্মিতার বাড়ির লোকেরাও। কিন্তু হার মানেননি নিখিল।

super Singer3

কলকাতার বাঙালি প্রেমিকার জন্য তিনি ঘর ছেড়েছিলেন। বাংলা গান শিখেছেন। যোগ দিয়েছেন স্টার জলসার ‘সুপার সিঙ্গার ৩’-তে। শেষ পর্যন্ত তাকে জামাই হিসাবে মেনে নিয়েছে সুস্মিতার পরিবার। এই শোয়ের একটি প্রোমোতে দেখা গেছে গানের মঞ্চেই আশীর্বাদ আর প্রতীকী আংটি বদল হবে নিখিল-সুস্মিতার। চলতি সপ্তাহের শেষে দেখা যাবে সেই পর্ব।

Super Singer 3,সুপার সিঙ্গার ৩,Nikhil Majotra,নিখিল মাজোত্রা,Sushmita Biswas,সুস্মিতা বিশ্বাস,Reality Show,রিয়ালিটি শো

স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার ৩’। চলতি সিজনের শুরু থেকেই দেখা যাচ্ছে শো চলাকালীন সঙ্গীতের এই মঞ্চে এমন অনেক ঘটনাই ঘটছে যা বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথম। প্রতিযোগিদের পুজোর জামাকাপড় দেওয়া থেকে, শোয়ের সঞ্চালক যীশু সেনগুপ্তকে বিচারক কৌশিকী চক্রবর্তীর ভাইফোঁটা দেওয়া সবই।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এবার এই শোয়ের হাত ধরেই টিভির পর্দায় প্রথমবার দেখা যাবে রিয়ালিটি শোয়ের মঞ্চে পরিবারের লোকজনদের নিয়ে প্রতিযোগির বিয়ের আশীর্বাদ। সুযোগ পেয়ে এই বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি নেটিজেনরা। বিদ্রুপের সুরে কেউ কেউ কেউ লিখেছেন ‘এই প্রোগ্রামে সবকিছুই বাংলা টেলিভিশনে প্রথমবার।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥