• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রতিযোগীর সাথে প্রকাশ্যে ফ্লার্ট করছেন করণ জোহর! হেসে গড়াচ্ছেন মিঠুন

Published on:

Karan Johar,করণ জোহর,Hoonarbaz,হুনরবাজ,Parineeti Chopra,পরিণিতি চোপড়া,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Funny Video,মজার ভিডিও

সদ্য টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন রিয়ালিটি শো হুনরবাজ। এই শোয়ের বিচারকের আসনে বসেছে চাঁদের হাট। একদিকে রয়েছেন দেশের বর্ষীয়ান সুপারস্টার মিঠুন চক্রবর্তী, অন্যদিকে রয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক কারণ জোহর। আর তাদের মধ্যমণি হয়ে রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ।

উল্লেখ্য ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়ীত্বে রয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতি সিং এবং তার স্বামী হার্ষ লিম্বোচিয়া। প্রসঙ্গত অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই শোয়ের পরিচালনা করবেন ভারতী। গত বছরের নভেম্বরেই নিজের প্রেগন‍্যান্সি টেস্টের ভিডিও শেয়ার মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে ছয় মাসের গর্ভবতী ভারতীর দাবি তিনিই ভারতের প্রথম অন্তঃসত্ত্বা সঞ্চালিকা।

Comedy Queen Bharti Singh Pregnent ভারতী সিং
সদ্য কালার্স টিভির তরফে এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও কে কেন্দ্র করে ফের একবার নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়ে শিরোনামে এসেছেন পরিচালক করণ জোহর। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে শোয়ের এক মহিলা প্রতিযোগীর সাথে চুটিয়ে ফ্লার্ট করছেন করণ। কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। নেটিজেনদের একটা বড়ো অংশই ভিডিওটি পুরো না দেখেই করণের সমালোচনায় মুখর হয়েছেন।

Karan Johar,করণ জোহর,Hoonarbaz,হুনরবাজ,Parineeti Chopra,পরিণিতি চোপড়া,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Funny Video,মজার ভিডিও
আসলে এদিনের ওই প্রোমো ভিডিওতে করণকে যার সাথে ফ্লার্ট করতে দেখা যায় তিনি হলেন ওই শোয়ের অন্যতম প্রতিযোগি,৩০ বছরের রোহিত ঠাকুর। তিনিই এদিন মহিলা সেজে চুলে ঝুঁটি বেঁধে রঙিন পোশাক পরে হাজির হন স্টেজে। আর করণের উদ্দেশ্যে মজা করে বলতে শুরু করেন, ‘প্লিজ আমার দিকে তাকাবেন না, আমি পাগল হয়ে যাচ্ছি,আমি চুমু দিয়ে দিতে পারি।’

Karan Johar,করণ জোহর,Hoonarbaz,হুনরবাজ,Parineeti Chopra,পরিণিতি চোপড়া,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Funny Video,মজার ভিডিও
এরপরেই দেখা যায় ওই প্রতিযোগির পিছন পিছন স্টেজে যায় করণ। এরপরেই দেখা যায় করণের সাথেই ডুয়েট গানে নাচ করতে করতে অন ক্যামেরা পোশাক পরিবর্তন করতে শুরু করেন ওই প্রতিযোগি। সেসময় ফ্লার্ট করতে থাকা করণ তার গায়ে এক মগ জল ঢালতে শুরু করেন। তাদের এই কান্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন মিঠুন এবং পরিণীতি ।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥