সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর সিরিয়াল দেখেন অথচ জি বাংলার ‘মিঠাই’ (Mithai)-কে চেনেন না এমন দর্শকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। প্রসঙ্গত বৃহস্পতিবার যে কোনো সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আসলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারেই প্রকাশ্যে আসে টিআরপি রেজাল্ট।
তাই এই দিনটি সকলের কাছেই একপ্রকার পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিনের মতোই মনে হয়ে থাকে। প্রসঙ্গত আজ সকালেই প্রকাশ্যে এসেছে চলতি সপ্তাহের টিআরপি রেটিং স্কোর। সেখানে দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের একবার বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলেই রেখেছে মিঠাইরানি। আমি আগারওয়ালের গুলি খেয়ে অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে শুয়েই দিন কেটেছে মিঠাইরানির।
তাতে মনোহরার মোদক পরিবারের মতোই মন খারাপ ছিল গোটা বাংলার দর্শকদেরও। তবে সবার মন ভালো করে দিয়ে যথাসময়ে আবার হুইল চেয়ারে করে বাড়ি ফিরে এসেছে মিঠাই। সিরিয়ালে আগের থেকে সে এখন অনেকটাই সুস্থ। এরই মধ্যে সিরিয়ালের একটি পর্বে দেখা গিয়েছে মনোহরার বাইরে ভিখারী সেজে ঘুরঘুর করছিল ওমি আগারওয়াল (Omi Agarwal)।
কিন্তু তাকে কাছ থেকে দেখেও চিনতে পারেনি সিদ্ধার্থ থেকে শুরু করে আইপিএস অফিসার রুদ্র পর্যন্ত। উল্টে তাকে ৫০০ টাকা ভিক্ষা দিয়ে চলে এসেছে সিদ্ধার্থ। এই পর্বে ওমিকে দেখা গিয়েছিল কালো কম্বল মুড়ি দিয়ে সেজে থাকা এক ভিখারির (Begger) চরিত্রে। সেই ছবি (Photo) ইতিমধ্যে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কম্বল মুড়ি দিয়ে মুখ ঢাকা ওমি আগারওয়ালের সেই ছবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি।
সোশ্যাল মিডিয়ায় ওমি আগারওয়ালের ছবি দিয়ে একজন নেটিজেন লিখেছেন ‘সুন্দর চাঁদ পানা মুখখানার কি অবস্থা! আহাটের আত্মার মতো লাগছে’। তবে সেই সাথে তিনি এও জানিয়েছেন এটা ছিল শুধুমাত্র মজা। গতকালের পর্বে সিরিয়ালে দেখা গিয়েছে সিদ্ধার্থ বুঝে ফেলেছে ওই ভিখারিই আসলে ওমি। এরপর দেখা গেছে রুদ্র রেইড করে পৌঁছে গিয়েছে ওমির ডেরায়। কিন্তু তাকে সামনাসামনি দেখেও এখনো পর্যন্ত চিনতে পারিনি রুদ্র। এখন দেখার শেষ পর্যন্ত ওমি আগারওয়াল পুলিশের জালে কিভাবে ধরা পড়ে।