বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে মিঠাই মানেই অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল। তাই সিরিয়ালের টিআরপি যাই হোক না কেন তাতে কিন্তু দর্শকদের মনে মিঠাই সিরিয়ালের প্রতি ভালোবাসার কমতি নেই। বরং দিনে দিনে দর্শকদের মনে আরো বেশি করে জায়গা করে নিচ্ছে এই সিরিয়াল। তাই শুরু থেকে কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত মিঠাই ম্যাজিক।
আসলে এই সিরিয়ালের মধ্যে দিয়ে বাঙালি নতুন করে খুঁজে পেয়েছে সম্পর্ক কথাটির মানে। ফিরে পেয়েছে আগেকার যৌথ পারিবারিক সম্পর্কের মিষ্টতা। তাই মিঠাই শুধু সিরিয়াল নয় দর্শকদের কাছে আবেগ। তাই তারা সকলেই খুব ভালবাসেন মিঠাই রানীর মোদক পরিবারকে।দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহে এই সিরিয়ালে আসে নিত্য নতুন চমক।
প্রসঙ্গত এখনকার দিনে সব সিরিয়ালে বিয়ে মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই বিয়েকে হাতিয়ার করেই এখন অধিকাংশ সিরিয়ালের তরতরিয়ে বাড়ছে টিআরপি। তাই দেখা যাচ্ছে এই বিয়ে বিষয়টিকে এবার জোর দেওয়া হচ্ছে মিঠাই সিরিয়ালেও। এই যেমন কিছুদিন আগেই সিরিয়ালে দেখা গিয়েছে তড়িঘড়ি করে বিয়ে দেয়া হয়েছে অনুরাধা ম্যাম আর বাড়ির বড়বাবু অর্থাৎ সিডের বাবা সমরেশের।
সেই বিয়ের পর্ব মিটতে না মিটতেই সিরিয়ালের ফোকাস গিয়ে পড়েছে বাড়ির ছোট মেয়ে নিপার ওপর। এভাবে বাড়িতে একের একের পর এক বিয়ে দেখে এবার সেও জেদ ধরেছে যত তাড়াতাড়ি সম্ভব সেও বিয়ে করবে রুদ্র দা কে। গতকালের পর্বেই দেখা গিয়েছে বাড়িতে সবাই জেনে গিয়েছে নিপা রুদ্রর সম্পর্কের কথা। কিন্তু এই বিয়েতে একেবারে বন্দুক উঁচিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে নিপার মা.
তাই এখন শেষ পর্যন্ত নিপার সাথে রুদ্রর বিয়ে হবে কিনা সেই চিন্তায় ঘুম উড়েছে হল্লা পার্টির। এরই মধ্যে টেলিপাড়ায় ঘোরাফেরা করছে একটি খবর। শোনা যাচ্ছে এবার জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসছে মোদক পরিবারের ব্যবসায়িক শত্রু ওমি আগারওয়াল। গল্পের মোড় ঘুরিয়ে এবার তার সাথেই বিয়ে দেখানো হবে নিপার। এই খবর চাউর হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মিঠাই ভক্তদের মধ্যে।
আসলে বহুদিন সিরিয়ালে বেশ কড়া ধাঁচের ভিলেনের দেখা মিলছে না। তোর্সা এক পেরে উঠছে না। আর এরই মধ্যে গতকালই ওমি আগারওয়াল অভিনেতা জন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার একটি স্টোরি শেয়ার করেছেন। সেই ছবিতে তাকে দেখা যাচ্ছে ভারত লক্ষি স্টুডিওতে। সেখানে তিনি সিরিয়ালের মেকআপ রুমে আয়নায় দিকে দাঁড়িয়েএকটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির ওপর ক্যাপশনে তিনি লিখেছেন দেখতে থাকুন কে কামব্যাক করছে।