দীর্ঘ দিনের প্রেম অবশেষে পেল শুভ পরিণতি। গত বুধবারই সাতপাকে বাঁধা পড়লেন টেলিপাড়ার জনপ্রিয় তারকাজুটি ওম হাসানি (Om Sahani) এবং মিমি দত্ত (Mimi dutt)। আর আজ ছিল এই তারকা জুটির বৌভাতের অনুষ্ঠান।
মিমির ভাত কাপরের দায়িত্ব নিলেন ওম। মিমির পরনে ছিল তুঁতে শাড়ি রানি পাড়ের ভারী শাড়ি, আর ওম সেজেছিলেন সবুজ গলাবন্ধ, পাটিয়ালা প্যান্ট আর নাগড়াই জুতোয়।
বৌভাতের থালায় ছিল ভাত, তন্দুরি পরোটা, মাছ, মাংস, স্যালাড।
আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন দুজন, এদিন বৈদিক মতে গাঁটছড়া বাঁধলেন ওম-মিমি। তারপর বিয়ে সেরে আজ হল বৌভাতের অনুষ্ঠান। এদিন ওমের সঙ্গে জনপ্রিয় গান রঙ্গবতীতে কোমর দোলাতেও দেখা গেলো মিমিকে।
ওম-মিমির বিয়েতে ছিল নয়া চমক। এক্কেবারে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিরই যেন বাস্তব রূপায়ণ হল এই তারকা দম্পতির বিয়েতে। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক মন্ত্র পড়েই চার হাত এক করলেন মিমি – ওমের। গাওয়া হল রবীন্দ্র সঙ্গীত।
ওমের কপালে সিঁদূর পরালেন মিমি। ঘুরলেন সাত পাক, হল মালা বদল। ক্লাব ভার্দে ভিস্তায় বসেছিল বিয়ের আসর।
মিমির বাঙালি সাজে অবাঙালি ছোঁয়া। লাল বেনারসি, চূড়া, আর সোনার গয়নায় মোহময়ী দেখাচ্ছিল মিমিকে। আর পাগড়ি পরে লাল সাদা কুর্তায় দারুণ মানিয়েছিল বরকেও। সংস্কৃতে মন্ত্র পড়লেন নন্দীনি ভৌমিক। আর দূরে দুজন গাইলেন ‘আনন্দ লোকে মঙ্গলালোকে’, ‘এই লভিনু সঙ্গ তব’ এর মতো রবীন্দ্র সঙ্গীত।