• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যতিক্রমী বিয়ে! মহিলা পুরোহিত পড়লেন মন্ত্র,বর ওমের কপালে সিঁদূর পরালেন মিমি

Published on:

দীর্ঘ দিনের প্রেম অবশেষে পেল শুভ পরিণতি। আজই সাতপাকে বাঁধা পড়লেন টেলিপাড়ার জনপ্রিয় তারকাজুটি ওম হাসানি (Om Sahani) এবং মিমি দত্ত (Mimi dutt)। আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন দুজন, আজ বৈদিক মতে গাঁটছড়া বাঁধলেন ওম-মিমি।

om sahani mimi dutt

ওম-মিমির বিয়েতে ছিল নয়া চমক। এক্কেবারে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিরই যেন বাস্তব রূপায়ণ হল এই তারকা দম্পতির বিয়েতে। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক মন্ত্র পড়েই চার হাত এক করলেন মিমি – ওমের। গাওয়া হল রবীন্দ্র সঙ্গীত।

ওমের কপালে সিঁদূর পরালেন মিমি। ঘুরলেন সাত পাক, হল মালা বদল। ক্লাব ভার্দে ভিস্তায় বসেছিল বিয়ের আসর।

om mimi

মিমির বাঙালি সাজে অবাঙালি ছোঁয়া। লাল বেনারসি, চূড়া, আর সোনার গয়নায় মোহময়ী দেখাচ্ছিল মিমিকে। আর পাগড়ি পরে লাল সাদা কুর্তায় দারুণ মানিয়েছিল বরকেও।

সংস্কৃতে মন্ত্র পড়লেন নন্দীনি ভৌমিক। আর দূরে দুজন গাইলেন ‘আনন্দ লোকে মঙ্গলালোকে’, ‘এই লভিনু সঙ্গ তব’ এর মতো রবীন্দ্র সঙ্গীত।

অসংখ্য জনপ্রিয় সিরিয়ালের পরিচিত মুখ মিমি এবং ওম।‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’-সহ একাধিক মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে মিমিকে। ‘প্রিয় তারকার অন্দরমহল’ এবং ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো গেম শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে। ওম আপাতত ব্যস্ত একটি ছবির শ্যুটিং এর কাজে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥