• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু প্রাক্তনের মুখোমুখি নয়! ব্রেকআপ নিয়ে স্পষ্ট জবাব অলিভিয়ার

সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি আজকালকার দিনে ‘সম্পর্ক’ কথাটাই ভীষণ ঠুনকো হয়ে দাঁড়িয়েছে।  কথায় আছে সম্পর্ক গড়ে তোলা যতটা কঠিন ভেঙে ফেলা তার থেকে অনেক সহজ। এক নিমেষে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যায় কমবেশি সবাই। ইদানিং টলিপাড়ায় একের  পর এক বিচ্ছেদে কথা স্পষ্ট হল আরও  একবার।

প্রসঙ্গত আগেই জানা গিয়েছিল গায়ক দুর্নিবার সাহা সাথে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী মীনাক্ষীর। আর সবাইকে অবাক করে দিয়ে বিচ্ছেদের পরেই নতুন করে সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার। একথায় সিলমোহর দিয়েছেন তার বর্তমান প্রেমিকা ঐন্দ্রিলা নিজেই। অথচ একসময় তার সাথে সম্পর্ক ছিল টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসু। সব মিলিয়ে নেটিজেনদের কাছে এই চারজনের  জটিল সমীকরণ হয়ে উঠেছে অন্যতম চর্চার বিষয়।

   

Durnibar Saha Oindrila Sen

এছাড়া গতকালই শোনা গিয়েছে টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী অনিন্দিতার  ২২ বছরের দাম্পত্য জীবনের মধ্যেও নাকি আগমন ঘটেছে অন্য নারীর। এছাড়া বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে বিয়ে ভেঙেছে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের। বিনোদন জগতের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিচ্ছেদের এমনই নানা খবর।  যেমন কদিন আগেই বিচ্ছেদ হয়েছে সেলিব্রেটি জুটি দেবলীনা তথাগত-এর।

Olivia Sarker,অলিভিয়া সরকার,Brakeup,বিচ্ছেদ,Relationship,সম্পর্ক,Tv Actres,টিভি অভিনেত্রী

তবে এখনকার দিনে সময়ের সাথে সাথে বদল এসেছে সম্পর্কের সমীকরণেও। তাই এখনকার দিনে দেখা যায় সম্পর্ক ভাঙার পরেও অনায়াসে তারা প্রাক্তনদের সাথে সহজ ভাবে মেলামেশা, হাসি, ঠাট্টা করতে থাকেন। বিচ্ছেদের পরেও সবাই এখন বন্ধু। সম্প্রতি এই বিষয় নিয়েই আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছিলেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। অভিনেত্রী জানিয়েছেন একসময় একাধিক সম্পর্ক ভেঙেছে তারও।

Alivia Sarkar অলিভিয়া সরকার

তার জন্য অবশ্য অভিনেত্রী মনে করেন এক্ষেত্রে কিছুটা প্রভাব রয়েছে তার স্বাধীনচেতা মনোভাব আর জনপ্রিয়তার। এই কারণেই নাকি একাধিক সম্পর্ক ভেঙেছে অভিনেত্রীর। তবে , প্রেম নিয়ে কোনদিনই লুকোছাপা ছিল না অভিনেত্রীর। কিন্তু বিচ্ছেদের পরে অভিনেত্রী নাকি নিজেকে সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়েছিলেন এমনকি অভিনয় থেকেও নিজেকে দূরে রেখে বাড়িতে চুপচাপ বসে থাকতেন।

Alivia Sarkar অলিভিয়া সরকার

সে সময় তাকে আগলে রেখেছিল তার বন্ধু-বান্ধবরা।  সব শেষে  এদিন অভিনেত্রী জানিয়েছেন এখন তিনি আর চট করে প্রেমে পড়েন না।  তাই ঈশ্বরের কাছে তার একটাই প্রার্থনা তাকে কোনদিন যেন নিজের প্রাক্তনের মুখোমুখি না হতে হয়।  কারণ  তিনি সব সহ্য করতে পারবেন কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা আর নতুন করে তিনি জাগাতে চান না।