আজকের দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ রানু মন্ডলের (Ranu Mondal) নাম শোনেননি এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ইতমধ্যেই মুম্বাইয়ে পাড়ি দিয়ে হিমেশ রেশমিয়ার দৌলতে হিন্দি গান ‘তেরি মেরি’ (Teri Meri) গাওয়ার সুযোগও পেয়েছিলেন তিনি।
কিন্তু সময়ের সাথে সাথে ফিকে হতে শুরু করে রানু ম্যাজিক। তবে এখনও মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন রানু। তবে আজকাল গানের থেকে বেশি বিতর্কিত মন্তব্য করেই শিরোনামে আসেন রানু। আর এই বিতর্কিত মন্তব্য জেরেই অনুরাগীদের নিজেই নিজের জায়গা নষ্ট করেছেন রানু। নেটিজেনদের একটা বড় অংশের দাবি মাত্র কয়েকদিনের সাফল্যেই মাথা ঘুরে গিয়েছে রানুর।
দেখা যায় যত খ্যাতির মতোই তাড়াতাড়ি বিতর্কের মুখে পড়েন রানু মন্ডল। একের পর এক বেঁফাস মন্তব্য থেকে শুরু করে তার নানা রকম অশোভন আচরণ ক্ষুব্ধ করেছিল নেটিজেনদের। যার ফলে বিভিন্নভাবে ট্রোলের শিকার হতে হয় তাকে। ইতিমধ্যেই তার গানকে কেন্দ্র করে নানান মজার মজার ভিডিও ভাইরাল হয়েছে । তার গান নকল করে অনেকেই মজার মজার ভিডিও বানিয়ে থাকেন।
আর সোশ্যাল মিডিয়া মানেই এক আজব দুনিয়া। এখানে কখন কি ভাইরাল হয়ে যায় তা আগে থেকে কেউ বলতে পারে না। তেমনই সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি নতুন ভিডিও সেখানে দেখা যাচ্ছে এক বয়স্ক ঠাকুমা চাষের জমির সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে সেজে রানু মন্ডলের গান রেকর্ডিংয়ের ভিডিওটিকে (Music Recording Video) নকল করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে সুতো দিয়ে অবিকল হেডফোনের এর মত দেখতে দুকানে একই সাইজের দুটি স্টিলের বাটি লাগিয়েছেন বৃদ্ধা।
আর মুখের সামনে মাইকের জায়গায় রয়েছে সরু বাঁশের লাঠির ওপর উপুর করে রাখা একটি স্টিলের গ্লাস। ব্যাকগ্রাউন্ডে বেজে চলছে তেরি মেরি কাহানি গানটি। আর সেই গানের সাথে হাত নাড়িয়ে মুখে লিপসিং করে গান গাওয়ার অভিনয় করে চলেছেন বৃদ্ধা। ফের একবার রানু মন্ডলের গান নিয়ে এমন মজার ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের।