কথায় বলে নাম দিয়ে যায় চেনা, কিন্তু যদি একই নামের একাধিক মানুষ একসাথে থাকে? যেমন ধরুন স্কুলে একই নামের একাধিক ছাত্র থাকলে একজনকে ডাকলে সবাই সাড়া দেয়। এমনটা কিন্তু আমাদের চারিপাশে অনেক রয়েছে। এমনকি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও একই নামের একাধিক তারকা রয়েছেন। আজ আপনাদের জন্য এমনই এক নামের একাধিক নায়িকাদের তালিকা নিয়ে হাজির হয়েছি।
১. স্বস্তিকা : স্বস্তিকা নামে টেলিপাড়ায় একাধিক অভিনেত্রী রয়েছেন। যাদের মধ্যে প্রথমেই নাম উঠে আসবে বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh)। এছাড়াও আরও একজনের কথা না বললেই নয়, তিনি হলেন জনপ্রিয় ‘কি করে বলবো তোমায়’ এর রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
২. অঙ্কিতা : কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। তবে এই অভিনেত্রীকে ছাড়াও কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ইন্দ্রানী’ এর অঙ্কিতা চক্রবর্তীও (Ankita Chakraborty) রয়েছেন।
৩. ঐন্দ্রিলা : বর্তমানে বাংলার সেরা সিরিয়ালের মধ্যে অন্যতম মিঠাই। মিঠাই সিরিয়ালে নীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। তবে এর আগে ‘জিয়ন কাঠি’ সিরিয়ালেও আরেক অভিনেত্রী দর্শকদের মন জয় করেছিলেন, তাঁর নাম ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।
৪. শ্বেতা : যমুনা ঢাকি সিরিয়াল শেষ হয়েছে ঠিকই তবে সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু এখনও বেশ রয়েছে। এই সিরিয়ালে যমুনা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তবে ইন্ডাস্ট্রিতে আরও একজন রয়েছেন একই নামে। কে তিনি? তিনি হলেন ধূলোকণা সিরিয়ালের চড়ুই অভিনেত্রী শ্বেতা মিশ্র।
৫. দিয়া : মিঠাই সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখার্জী। সিরিয়ালে সিদ্ধার্থের বোনের চরিত্রেই অভিনয় করছেন তিনি। ,তবে আরও একজন দিয়া রয়েছেন টেলিপাড়ায়। ‘ক্যানিংয়ের মিনু’ সিরিয়ালে রয়েছেন অভিনেত্রী দিয়া বসু। অবশ্য এখানেই শেষ নয়, ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী দিয়া চক্রবর্তী। অর্থাৎ দিয়া নামেই রয়েছেন তিন অভিনেত্রী।