• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম দিবসেই প্রেমিকের জন্মদিন! হবু বর অঙ্কুশের সাথে মাঝরাতে সেলিব্রেশনে মাতলেন ঐন্দ্রিলা

গোটা সপ্তাহ জুড়ে ভ্যালেন্টাইন্স ডে উইক পালনের পর গতকালই ভ্যালেন্টাইন্স ডের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই। এই তালিকায় ছিলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি তথা অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। তবে শুধু প্রেম দিবস বলেই নয় গতকাল ছিল অভিনেতা অঙ্কুশ হাজরার জন্মদিনও।

তাই মধ্যরাত থেকেই সেলিব্রেশনে মেতেছিলেন টলিপাড়ার জনপ্রিয় লাভ বার্ডস অঙ্কুশ, ঐন্দ্রিলা। উল্লেখ্য নয় নয় করে দীর্ঘ ১০ বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে রয়েছেন এই জুটি। তাই অনুরাগীদের মধ্যে প্রায়শই ঘোরাফেরা করে একটাই প্রশ্ন। সেটা হল ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই প্রিয় তারকা জুটি।

   

Ankush Hazra,অঙ্কুশ হাজরা,Oindrila Sen,ঐন্দ্রিলা সেন,Valentine's Day,ভ্যালেন্টাইন্স ডে,Birthday,জন্মদিন

অঙ্কুশের জন্মদিনের মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে পোস্ট করছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাই পুরো ঘরটাকে দারুন সুন্দর করে সাজিয়ে অঙ্কুশের জন্য দারুন সারপ্রাইজের ব্যাবস্থা করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার শেয়ার করা সেই বিশেষ মুহূর্তের ছবিতে দেখা যাচ্ছে দেওয়াল জুড়ে ফেস্টুন, হলুদ-কালো বেলুন, পিছনে বেলুন দিয়ে বড় বড় করে লেখা ‘হ্যাপি বার্থ ডে অঙ্কুশ’।

Ankush Hazra,অঙ্কুশ হাজরা,Oindrila Sen,ঐন্দ্রিলা সেন,Valentine's Day,ভ্যালেন্টাইন্স ডে,Birthday,জন্মদিন

ভ্যালেন্টাইন্স ডে আর প্রেমিকের জন্মদিন একইদিনে।তাই মধ্যরাত থেকেই এই বিশেষ দিনের সেলিব্রেশনে মেতেছিলেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বার্থ ডে বয় অঙ্কুশকে আদর করে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। আর প্রেমিকার কপালে আদুর চুমু এঁকে দিচ্ছেন অঙ্কুশ।

Ankush Hazra,অঙ্কুশ হাজরা,Oindrila Sen,ঐন্দ্রিলা সেন,Valentine's Day,ভ্যালেন্টাইন্স ডে,Birthday,জন্মদিন
প্রিয় মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের সেই মানুষটাকে যে চিরকালের জন্য আমার হৃদয় অধিকার করে রেখেছে। যতটা সম্ভব, ততটাই ভালো কাটুক জন্মদিন। তুমি আমার কাছে হিরের মতো অঙ্কুশ।’ প্রিয় জুটির এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।