টলিপাড়ার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। টেলিভিশন সিরিয়াল দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ঐন্দ্রিলা। গত বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর জন্মদিন। আর ঐন্দ্রিলার জন্মদিন মানেই প্রেমিক অঙ্কুশ হাজরার (Ankush Hazra) কাছেও এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ। হৈ হুল্লোড় আর সেলিব্রেশনের মধ্যে দিয়ে কেটেছে সারাটা দিন। আর শেষে রাত্রে পার্টিতে হবু বর নয় শ্বশুরের (Father in Law) সাথে নাচতে দেখা গেল বির্থডে গার্ল ঐন্দ্রিলাকে।
এদিন ঐন্দ্রিলার জন্মদিন উপলক্ষে এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিল টলিউডের তাবড় তাবড় সেলেব্রিটিরা। প্রসেনজিৎ চ্যাটার্জী, দেব, সোহম চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, নীল ভট্টাচার্য, শুভশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, গৌরব দেবলীনা, বিক্রম চ্যাটার্জী প্রমুখরা হাজির হয়েছিলেন এই পার্টিতে। ঢালাও খাওয়া দেওয়ার আয়োজনের পাশাপাশি জমজমাট আয়োজনে হল বার্থডে গার্ল ঐন্দ্রিলার জন্মদিনের সেলিব্রেশন।
এদিন রাত্রের পার্টিতে সকলেই ভেবেছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা মিলেই জমিয়ে দেবে। কিন্তু এদিনের পার্টিতে রীতিমত সবার চোখ আটকে গিয়েছে ঐন্দ্রিলা ও তাঁর হবু শ্বশুরের নাচের দিকে। গোলাপি রঙের কাঁধ কাটা মোহময়ী পোশাকে এদিন হাজির হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। হবু শ্বশুরের সাথে বার কাউন্টারের ওপরে উঠে দুজনে মিলে জমিয়ে নেচেছেন।
সেই নাচের ভিডিও না পাওয়া গেলেও বেশ কিছু ছবি ইতিমোধ্যেই সামনে এসেছে। যেখানে ঐন্দ্রিলা ও অঙ্কুশের বাবাকে নাচতে দেখা যাচ্ছে। অবশ্য রাত্রের পার্টির আগেই সকাল সকাল ঐন্দ্রিলাকে জন্মদিনে উইশ করে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা। যেখেনে ঐন্দ্রিলাকে ‘গোরিলা’ বলে ডাকেন তিনি।
এরপর ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষন দোলার পর তাকে জাপটে ধরে জোর জবরদস্তি করে চুমুতে ভরিয়ে দিয়েছেন অঙ্কুশ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয়’। সেই ভিডিওটিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
অঙ্কুশের মতে ১১ বছর একসাথে থাকার পর এর থেকে বেশি দেওয়ার থাকে না। তবে টলিপাড়ায় জল্পনা রয়েছে যে এদিনেই নাকি নিজেদের বহুপ্রতিক্ষিত বিয়ের ঘোষণা সেরে ফেলেছেন আঁকিস-ঐন্দ্রিলা জুটি। তবে এটা গুজব নাকি সত্যি সেটা এখনও জানা যায়নি। এই প্রসঙ্গে টলিপাড়ার তারকাদের মুখেও টুঁ শব্দটি নেই।