বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘ফাগুন বউ’ (Phagun Bou) তথা মেহুল (Mehul) নামেই বেশি জনপ্রিয়। এখন বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও (Web Series) ডেবিউ করেছেন অভিনেত্রী। তবে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরা ছোট পর্দায় আজও ভীষণ মিস করেন তাদের প্রিয় এই অভিনেত্রীকে।
টেলিভিশনের পর্দায় ঐন্দ্রিলাকে শেষ বার দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’তে। এই ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জির সাথে। তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর বহুদিন ছোট পর্দায় দেখা যায়নি ঐন্দ্রিলাকে। তবে এবার দর্শকদের সেই বহুদিনের অপেক্ষার অবসান ঘটেছে জি বাংলার (Zee Bangla) এক জনপ্রিয় সিরিয়ালের হাত ধরে।
বহুদিন পর মেগা সিরিয়ালে কামব্যাক করেছেন অভিনেত্রী। আর সেটা হল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গৌরী এলো। গতকালই ধারাবাহিকে শিবরাত্রি উপলক্ষে সম্প্রচারিত হয়েছে বিশেষ পর্ব। আর এই বিশেষ পর্বে সিরিয়ালে এন্ট্রি নিয়েছিলেন তিনি। তবে নতুন কোন চরিত্র নয় অতিথি হিসেবে এসেছিলেন ঐন্দ্রিলা। আসলে সদ্য আগামী ২৪ শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ঐন্দ্রিলা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘শ্বেত কালী’ (Shwet Kali)।
প্রসঙ্গত এই ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবার ওটি টি প্লাটফর্মে পা রাখছেন অভিনেত্রী। থ্রিলার ধর্মী এই ওয়েব সিরিজে ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন সাহেব ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী,দেবলীনা কুমার,অরিন্দম গাঙ্গুলির মতো এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।ট্রেলর দেখে যতটা বোঝা গিয়েছে, এই ওয়েব সিরিজটি একটি থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ হতে চলেছে। যার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শ্বেত কালীর।
আর এখানেই গৌরী এলো সিরিয়ালের সাথে কিছুটা হলেও মিল রয়েছে এই ওয়েব সিরিজের। কারণ এই সিরিয়ালটিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মা ঘোমটা কালীর। তাই এই সিরিয়ালেই নিজের আসন্ন ওয়েব সিরিজের প্রমোশন করেত এসেছিলেন অভিনেত্রী। তবে বহুদিন পর অতিথি হিসেবে হলেও ছোট পর্দায় ঐন্দ্রিলা কে দেখে দারুণ খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা।