প্রায় ১০ বছর একে অপরের সঙ্গে বেঁধে রয়েছেন টলিউডের পাওয়ার কাপল অঙ্কুশ (Ankush Hajra) – ঐন্দ্রিলা (Oindrila Sen)। প্রকাশ্যেই চুটিয়ে প্রেম করেন তারা। কিন্তু সকলেরই একই প্রশ্ন বিয়েটা কবে করবেন তারা? অঙ্কুশ ইতিমধ্যেই কিনে ফেলেছেন নতুন ফ্ল্যাট, কিনেছেন নতুন গাড়িও কিন্তু বিয়ে নিয়ে এতদিন পর্যন্ত কোনোই উচ্চবাচ্য করেননি অভিনেতা। তবে জানা যাচ্ছে, করোনা কালে নতুন ফ্ল্যাটে একসাথেই থাকছেন তারকা জুটি।
সম্পর্ক নিয়ে কোনো কালেই রাখঢাক রাখেননি অঙ্কুশ ঐন্দ্রিলা। তবে বেশ কয়েকবারই সম্পর্ক নিয়ে তির্যক মন্তব্যের শিকার হয়েছেন এই তারকা জুটি। এখন লকডাউন, তাই সকলের হাতেই কার্যত অনেক সময়। এই অবসরেই ইন্সটাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ঐন্দ্রিলা। আর তাতেই তার দিকে ধেয়ে এলো এক ‘নোংরা’ প্রশ্নবাণ।
এক জনৈক অভিনেত্রীকে প্রশ্ন করেন- ‘তোমরা সেক্স করেছো’? না এই প্রশ্ন এড়িয়ে যাননি ঐন্দ্রিলা। বরং পালটা জবাব দিয়েছেন। ওই নেটিজেনকে শালীনতার পাঠ দিলেন অভিনেত্রী। ওই ব্যক্তির প্রশ্নের স্ক্রিনশট তুলে ধরে ঐন্দ্রিলা লেখেন- ‘দয়া করে এই ব্যক্তিকে কেউ সাহায্য করুন। উনি ফাস্ট্রেটেড’। দিন কয়েক আগে এহেন কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাসও।
প্রসঙ্গত বিয়ে প্রসঙ্গে অঙ্কুশ সম্প্রতি জানান, ইচ্ছে ছিল এই বছরেই বিয়ে সেরে নেবেন তারা। কিন্তু অতিমারী সেই ইচ্ছেয় জল ঢেলে দিয়েছে। অঙ্কুশ জানান, “অনেকেই বলছেন, এই সুযোগে বিয়েটা করে নিতে। তা হলে কাউকে নেমন্তন্ন করতে হবে না। পরিস্থিতি ঠিক থাকলে বছরের শেষের দিকে হয়ত বিয়েটা সেরে ফেলতাম।” কিন্তু এই মুহূর্তে আনন্দ অনুষ্ঠানের কথা ভাবতে চাইছেন না তারকা জুটি।