• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ওহ লাভলী’! এবার সিনেমায় নামছেন মদন মিত্র, জামাইষষ্ঠীর আগেই সারলেন গানের শুটিং

Published on:

Oh Lovely,ওহ লাভলী,Cinema,সিনেমা,Acting,অভিনয়,Madan Mitra,মদন মিত্র,Viral Video,ভাইরাল ভিডিও

বাংলা রাজনীতির অন্যতম কালারফুল মানুষ হলেন মদন মিত্র (Madan Mitra)। আর এখানেই তিনি রাজ্যের অন্যান্য নেতা মন্ত্রীদের থেকে একেবারে আলাদা। বহুমুখী প্রতিভার অধিকারী মদন মিত্রের তাঁর তার অনুরাগীদের কাছে রয়েছে এক আলাদাই ইমেজ।

রাজনীতির বাইরে বেরিয়েও তাঁকে এক বিরাট পরিচিতি দিয়েছে তাঁর ‘ওহ লাভলী’ (Oh Lovely) সংলাপ।  বাকিদের থেকে একেবারে আলাদাই এক ‘সোয়্যাগ’ রয়েছে মানুষটার মধ্যে। তিনি যেখানেই যান আট থেকে আশি  সকলেই তাঁকে ঘিরে ধরেন সেলফি তোলার জন্য। তিনিও কিন্তু ফেসবুক লাইভে এসে প্রতিদিন কথা বলেন নিজের অনুরাগীদের সাথে।

Oh Lovely,ওহ লাভলী,Cinema,সিনেমা,Acting,অভিনয়,Madan Mitra,মদন মিত্র,Viral Video,ভাইরাল ভিডিও

অবলীলায় করে ফেলেন দারুন দারুন সব রীল ভিডিও। যা দারুন জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়।  এবার রাজনীতির এই কালারফুল বয় নামছেন  সিনেমায়। জামাইষষ্ঠীর আগেই পরিচালক হরনাথ চক্রবর্তীর  পরিচালনায় সারলেন প্রোমোশনাল গানের শুটিং।

Oh Lovely,ওহ লাভলী,Cinema,সিনেমা,Acting,অভিনয়,Madan Mitra,মদন মিত্র,Viral Video,ভাইরাল ভিডিও

জানা যাচ্ছে তাঁরই  বিখ্যাত সংলাপ ‘ওহ লাভলী’ই হচ্ছে  সিনেমার নাম। এদিন তিনি যে গানটির শুটিং সেরেছেন তার নাম হল ‘হি ইজ এ লাভলি ম্যান, অলসো এ গুড ম্যান’ গানের শুটিং। গোটা গানটাইছিল  ব়্যাপ সংয়ের ধাঁচে। সব মিলিয়ে এদিন শুটিং স্পটে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছিলেন কামারহাটি বিধায়ক।

জানা যাচ্ছে মদন মিত্র অভিনীত এই সিনেমায় তিনি ছাড়াও থাকছেন খরাজ মুখোপাধ্যায় এবং লাবনী সরকারের মতো বিখ্যাত  অভিনেতা অভিনেত্রীরা। এই নতুন সিনেমা প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটালে মদন মিত্র জানিয়েছেন এই  ‘ওহ লাভলি’ সংলাপটিই  তাঁর জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে।

এবার এই সংলাপ নিয়েই তৈরি হচ্ছে একটি পারিবারিক সিনেমা। সিনেমাটিতে চালকলের মালিকের ভূমিকায় দেখা যাবে মদন মিত্রকে। গল্প অনুযায়ী দুই চাল কল মালিক নিজেদের শত্রুতা মেটাতে নিজেদের ছেলেমেয়ের  বিয়ে দেবে। এই নিয়েই এগোবে সিনেমার কাহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥