• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ হচ্ছে ‘ওগো নিরুপমা’! বিদায় বেলায় দর্শকদের জন্য আবেগঘন বার্তা অভিনেত্রী অর্কজার

Published on:

বাঙালিদের বিনোদনের খিদে মেটাতে টিভির পর্দায় নানা স্বাদের সিরিয়াল হাজির হয়ে সন্ধ্যে নামলেই। কিছু গল্পে সাংসারিক কাহিনী তো কিছু গল্পে লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার কাহিনী তুলে ধরা হয়। তবে কিছু সিরিয়ালের গল্প বাকিদের থেকে একেবারেই আলাদা হয়ে মন ছুঁয়ে যায়। এমনই একটি সিরিয়াল হল ষ্টার জলসার ‘ওগো নিরুপমা (Ogo Nirupama)’ সিরিয়ালটি। যেখানে সাংসারিক কূটকচালি ছেড়ে এক কুৎসিত মেয়ের লড়াইয়ের কাহিনী দেখানো হয়েছে।

সিরিয়ালের গল্প নিরুপমা নামের একটি মেয়েই কেন্দ্র করে। নিরুপমার গায়ের রং চাপা যেকারণে সকলের কাছে কুৎসিত দেখতে সে। কিন্তু নিরুপমার মধ্যে রয়েছে একাধিক গুণ, যা সিরিয়ালের মধ্যে দিয়ে দেখা গিয়েছে। কিন্তু মেয়েদের জীবনে গুণটাই সব নয় বরং সৌন্দর্যটাও গুরুত্বপূর্ণ। সমাজের এই ধারণার বিরুদ্ধে লড়াই করে কি করে নিরুপমা নিজেকে প্রমান করবে সেটাই সিরিয়ালের মূল কাহিনী।

ওগো নিরুপমা Ogo Nirupama Actress Arkaja Acharya

গতবছর অক্টবর মাসে শুরু হয়েছিল সিরিয়ালটি। সিরিয়ালে নিরুপমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্কজা আচার্য (Arkoja Acharya)। ধীরে ধীরে নিজেকে প্রমাণ করতে নিরুপমা থেকে সংযুক্ত হয়েছেন অর্কজা। আর সিরিয়ালে নিজের দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। কিন্তু এবার সেই দর্শকদের জন্য একটা খারাপ খবর প্রকাশ্যে এল। বন্ধ হয়ে যাচ্ছে ওগো নিরুপমা সিরিয়ালটি।

বাকি সিরিয়ালের সাথে টিআরপির লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে সিরিয়ালটি। জনপ্রিয়তা কম হবার কারণেই এবার বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল। সিরিয়ালের বন্ধ হয়ে যাবার খবরে মন খারাপ নিরুপমা অভিনেত্রী অর্কজারও। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন পোস্ট করেছেন নিরুপমা সেরিয়ালটিকে নিয়ে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।

আবেগঘন পোস্টে আক্ষেপের সুর ধরা পড়েছে অর্কজার। আসলে দীর্ঘদিন ধরে সিরিয়ালে অভিনয় করার কারণে সিরিয়ালের চরিত্রগুলোকে  খুব আপন করে ফেলেছিলেন অর্কজা। তাছাড়া তার মতে আরো কত কিছুই হওয়া বাকি ছিল, আবির নিরুপমার ঝগড়া, মন কষাকষি থেকে শুরু করে আরো কত কিছু। কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। এই কারণেই বাস্তবটা একেবারেই ভালো লাগছে না অভিনেত্রীর। অবশ্য শুধু অভিনেত্রীই নন তার সাথে সিরিয়ালের গোটা টিম ও দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছে সিরিয়ালের বন্ধ হবার খবরটি প্রকাশ্যে আসার পর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥