• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের জন্য লুকোতে হয়েছিল আসল পরিচয়, ইদানিং প্রেমের গুঞ্জন সামনে এল নিরুপমার

বাংলা সিরিয়ালের একটি জনপ্রিয় সিরিয়াল হল ওগো নিরুপমা (Ogo Nirupama)। সিরিয়ালে নিরুপমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অর্কজা আচার্য (Arkaja Acharya)। আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারেই হাটকে এই সিরিয়াল। গল্পের মূল চরিত্র নিরুপমা কিন্তু সুন্দরী নায়িকা নয়। এক্কেবারে সেকেলে মোটা ফ্রের চশমা পড়া,। দাঁতে ক্লিপ আটকানো হিসাবেই দেখানো হয়ছে তাকে। তবে সিরিয়ালে একটি নয় বরং দুটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী।

সুন্দরী না হলেও এক মডেলিং কোম্পানির মালিকের সাথেই বিয়েহ্যেছে নিরুপমার তাই স্বামী থেকে শুরু করে পরিবারের সকলের কাছেই মানসিকভাবে অত্যাচারিত ও অবহেলিত নিরুপমা। এদিকে নিজেকে প্রমাণ করতে মডেল সংযুক্তা সেজে স্বামীর কোম্পানিটির মডেলিং করছে নিরুপমা। নিরুপমা থুড়ি সংযুক্তাকে দেখে রীতিমত মুগ্ধ তার স্বামী। তবে আসলে যে নিরুপমা সংযুক্তা সেটা জানেনা কেউই।

   

ওগো নিরুপমা Ogo Nirupama Actress Arkaja Acharya

সিরিয়ালের পর্দায় দর্শকেরা অভিনেত্রীর দুটি রূপ দেখেছেন ঠিকই, তবে প্রথমে মোটা চশমার মেয়েকেই দেখছিলেন। জানলে হয়তো অবাক হবেন সিরিয়ালের কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যেতে হয়েছিল অভিনেত্রীকে। আরো ভালোভাবে বলতে গেলে আসল পরিচয় গোপন করতে হয়েছিল অভিনেত্রীকে। অবশ্য এই সিরিয়ালটি অভিনেত্রীর প্রথম সিরিয়াল ছিল না। এর আগে সুবর্ণলতা সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

ওগো নিরুপমা Ogo Nirupama Actress Arkaja Acharya

বর্তমানে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। কারণ সিরিয়ালের ডাবল রোলের জেরে অভিনেত্রীর আসল রূপ  সামনে এসে গিয়েছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ৫৪ হাজার হয়ে গিয়েছে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা। খুব ভালো গান করতে পারেন অর্কজা। তাই অনুরাগীদের উদ্দেশ্যে কখনো ছবি তো কখনো গান গেয়ে ভিডিও শেয়ার করেন।

Arkaja Acharya,Gourab Roychowdhury,Ogo Nirupama,bengali actress,অর্কজা আচার্য,গৌরব রায়চৌধুরী,ওগো নিরুপমা,বাংলা সিরিয়াল,Ogo Nirupama actress Arkaja Acharya love rumours

সম্প্রতি অভিনেত্রীর সিরিয়ালের স্বামীর অর্থাৎ গৌরব রায়চৌধুরীর (Gourab Roychowdhury) সাথেই প্রেম কাহিনীর গুঞ্জন কানে আসছে। এর আগে অভিনেতা বিশ্ববসু বিশ্বাসের সাথে সম্পর্ক ছিল অভিনেত্রীর। তবে দীর্ঘ আড়াই বছরের সম্পর্ক আর নেই ব্রেকআপ হয়ে গিয়েছে। সেই কারণেই এই নতুন প্রেমের গুঞ্জন রটেছে। তবে অভিনেত্রীর মতে তারা দুজনেই ভালো বন্ধু মাত্র।

site