• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ বছর পর পর্দায় কামব্যাক, ‘পঞ্চমী’র নায়ক হয়ে ফিরছেন ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত অভিনেতা

Updated on:

Ogo Badhu Sundori Fame Rajdip Gupta comeback in Serial

স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল পঞ্চমী (Panchami)। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এই সিরিয়াল সম্প্রচারের দিনক্ষণ।  যা থেকে জানা যাচ্ছে আগামী মাসেই অর্থাৎ ডিসেম্বরের ৫ তারিখ থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হতে চলেছে এই নতুন সিরিয়াল (New Serial)।

ধারাবাহিকে নায়ক নায়িকার  নাম ভূমিকায় অভিনয় করছেন  জনপ্রিয় টেলি অভিনেত্রী তথা অপরাজিতা অপু অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) এবং তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত  (Rajdeep Gupta)। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ ৬ বছর পর টেলিভিশনের পর্দায় কামব্যাক (Comeback) করতে চলেছেন অভিনেতা।

Upcoming new serial Panchami will replace Madhabilata

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ (Ogo Bodhu Sundari)-তে অভিনয় করেছিলেন রাজদীপ। সেই সময় তার অভিনীত এই সিরিয়াল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে। এছাড়া পরবর্তীতে তিনি অভিনয় করেছেন ‘ঝাঁজ লবঙ্গ ফুল’, ‘প্রেমের কাহিনী’, ‘বাক্স বদল’-সহ একাধিক ধারাবাহিকে।

পঞ্চমী,Panchami,সুস্মিতা দে,Sushmita Dey,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,কামব্যাক,Comeback,নতুন সিরিয়াল,New Serial,ওগো বধূ সুন্দরী,Ogo Bodhu Sundari

এছাড়া ইতিমধ্যেই তিনি বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন বাংলা ওয়েব সিরিজের। রাজদীপের অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘জাপানি টয়’, ‘জাপানি ডল’, ‘মিস ম্যাচ’, ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ এবং উত্তরণের মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ। প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এখনও  সম্প্রচার শুরু না হলেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শুটিং।

পঞ্চমী,Panchami,সুস্মিতা দে,Sushmita Dey,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,কামব্যাক,Comeback,নতুন সিরিয়াল,New Serial,ওগো বধূ সুন্দরী,Ogo Bodhu Sundari

সম্প্রতি এই ধারাবাহিকের নায়ক নায়িকা এবং লেখিকা বসেছিলেন সাংবাদিক সম্মেলনে। সেখানে তারা জানিয়েছেন নতুন সিরিয়ালের গল্প থেকে শুরু করে শুটিংয়ের নানান টুকরো অভিজ্ঞতার কথা। দীর্ঘ ৬ বছর পর টেলিভিশনের পর্দার কাম ব্যাক করছে রাজদীপ। তাই এতদিন পর ধারাবাহিকে শুটিং করার ক্ষেত্রে কি কি পরিবর্তন তিনি নিজে লক্ষ্য করছেন সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল  অভিনেতার কাছে।

এ প্রসঙ্গে তিনি বলেছেন ‘সেভাবে কোন কিছুই পরিবর্তন হয়নি। আগে যে টেকনিশিয়ান এবং যে অভিনেতাদের সাথে তিনি কাজ করতেন এখনো তাদের সাথেই কাজ করছেন বলে জানিয়েছেন। শেষে অভিনেতা জানিয়েছেন এটি সম্পূর্ণ অন্য ধরনের একটি বিষয়বস্তু নিয়ে তৈরি সিরিয়াল, তাই তিনি আশাবাদী যে দর্শকরা এই সিরিয়ালটি পছন্দ করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥