• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জানালা খুললেই সামনে কাঞ্চনজঙ্ঘা! কম খরচে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট গ্রাম থেকে

Published on:

উত্তরবঙ্গের অফবিট গ্রাম সামথার Offbeat Travel Destination in North Bengal Samthar How to Reach and Guide

উত্তরবঙ্গের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে নাম না জানা বহু অফবিট পাহাড়ি গ্রাম (Offbeat Destination)। অফবিট বলে হয়তো অনেকে সেই গ্রামগুলির ব্যাপারে এতদিন জানতেন না। তবে এখন আস্তে আস্তে পর্যটকদের মধ্যে সেই সকল স্থানের জনপ্রিয়তা বাড়ছে। আজকের প্রতিবেদনে এমনই একটি মনোরম গ্রামের হদিশ তুলে ধরবো আমরা।

পাহাড় যাওয়ার কথা উঠলেই অধিকাংশ বাঙালির মাথায় প্রথমে দার্জিলিং (Darjeeling) কিংবা কালিম্পংয়ের (Kalimpong) নাম আসে। তবে এই দুই জায়গার বাইরেও উত্তরবঙ্গে (North Bengal) প্রচুর অচেনা-অজানা ডেস্টিনেশন রয়েছে। এমনই একটি অফবিট গ্রাম হল সামথার (Samthar)। কালিম্পং থেকে মাত্র ৪২ কিলোমিটারে দূরে অবস্থিত এই গ্রাম সর্বদাই নিজের রূপের পসরা সাজিয়ে বসে আছে পর্যটকদের জন্য।

Offbeat travel destination Samthar in North Bengal

দার্জিলিং-কালিম্পংয়ের কোলাহল থেকে দূরে নিজের শীতের ছুটি কাটাতে চাইলে আপনি চলে যেতে পারেন সামথারে। নিরিবিলি এই গ্রামে রয়েছে শান্ত এক লেক। মাথার ওপর নীল আকাশ আর দূরে তাকালে কাঞ্চনজঙ্ঘা- এক কথায় প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে স্বর্গের চেয়ে কম নয় এই স্থান।

আরও পড়ুনঃ আর নয় চেনা দীঘা-পুরী-দার্জিলিং! পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে গেলেই জুড়িয়ে যাবে মন

কাঞ্চনজঙ্ঘার এই দুর্দান্ত রূপ দেখা যায় সামথার থেকে। এছাড়া এই গ্রামে গেলে কালিম্পংয়ের কাছাকাছি দর্শনীয় স্থানগুলি থেকেও ঘুরে আসতে পারবেন আপনি। এই গ্রাম যাওয়ার দু’টি রাস্তা আছে। একটি হল কালিঝোরা ড্যামের ওপর দিয়ে এবং দ্বিতীয়টি হল ২৭ মাইল ড্যামের ওপর দিয়ে। প্রথমটি দিয়ে গেলে আপনার বিশেষ অনুমতি লাগবে। তবে যদি হোমস্টে বুক করা থাকে তাহলে অসুবিধা নেই। আর যদি দ্বিতীয় রুট দিয়ে যান তাহলে দেখতে পাবেন অপূর্ব কিছু প্রাকৃতিক দৃশ্য।

Offbeat travel destination Samthar in North Bengal

কীভাবে যাবেন?

শিলিগুড়ি থেকে আড়াই ঘণ্টার দূরত্বে অবস্থিত সামথার। কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। প্রায় সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে আপনি সহজেই শিলিগুড়ি থেকে সামথার পৌঁছে যেতে পারবেন।

আরও পড়ুনঃ অল্প খরচে সারাজীবন মনে রাখার মত ট্রিপ! রইল উত্তরবঙ্গের অফবিট এক গ্রামের হদিশ

Offbeat travel destination Samthar in North Bengal

কোথায় থাকবেন?

উত্তরবঙ্গের বাকি অফবিট ডেস্টিনেশনের মতো সামথারেও থাকার মতো হোমস্টে রয়েছে। থাকা-খাওয়া মিলিয়ে দৈনিক মাথাপিছু ১৭০০ টাকা মতো খরচ পড়বে। তবে চেষ্টা করবেন যাওয়ার আগে বুক করে যাওয়ার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥