• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতার কাছেই পাহাড় ঘেরা জঙ্গল, রইল পুরুলিয়াতে দুদিনের ছুটি কাটানোর সেরা ঠিকানা

Published on:

Offbeat Travel Destination Duarsini in Purulia with details

কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য পুরুলিয়া (Purulia) আস্তে আস্তে বাঙালি ভ্রমণপিপাসু মানুষদের কাছে প্রিয় ডেস্টিনেশন (Travel Destination) হয়ে দাঁড়াচ্ছে। শাল, সেগুন, পলাশ ঘেরা সবুজ বন, আর তার মধ্যে লুকিয়ে রয়েছে দারুণ দারুণ সব ঘোরার জায়গা। সেসব জায়গায় একবার যদি যান, তাহলে প্রেমে পড়বেনই পড়বেন। আজকের প্রতিবেদনে পুরুলিয়ার এমনই একটি জায়গার খোঁজ দেওয়া হল যা হয়তো অনেকেই জানেন না।

সেই জায়গার নাম হল দুয়ারসিনি (Duarsini)। অবস্থিত বাংলা এবং ঝাড়খণ্ডের একেবারে সীমান্তে। সাতগুড়ুম নামে একটি বন্য নদী রয়েছে সেখানে, আর তার ধারেই অবস্থিত দুয়ারসিনি। এখানে ছোট ছোট পাহাড়ের মধ্যে রয়েছে বেশ কয়েকটি কটেজ। সেখানে বসে প্রকৃতির মাঝে কাটিয়ে ফেলতে পারবেন অনেকটা সময়। চাইলে ঘুরে দেখতে পারেন কাছেপিঠের আদিবাসী গ্রাম।

Duarsini

আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে চোখে পড়ে যাবে হরিণ, হাআতি, ভল্লুকের মতো নানান বন্য প্রাণী। দুয়ারসিনির খুব কাছেই রয়েছে ‘এলিফ্যান্ট করিডর’ অর্থাৎ হাতি চলাচলের পথ। সেই জায়গাটির নাম ‘হাতিবাড়ি’। এটি শুরু হয় ঝাড়গ্রাম থেকে এবং বিস্তৃত দুমলা রেঞ্জ অবধি। এছাড়াও দুয়ারসিনির খুব কাছেই রয়েছে একটি পাহাড়।

দুয়ারসিনি থেকে মাত্র ৩ কিলোমিটার গেলেই চোখে পড়বে ভালপাহাড়। এখান থেকে জঙ্গলের মধ্যেকার আঁকাবাকা লালমাটির পথ দেখার অভিজ্ঞতা যে কত সুন্দর তা নিজের অনুভব না করলে বোঝা যায় না। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি দুয়ারসিনি থেকে ঘাটশিলাও চলে যেতে পারেন। আর যদি সময় এবং গাড়ি দুই-ই  থাকে তাহলে ঘুরে দেখতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ধারাগিড়ি ফলস, পঞ্চপাণ্ডব টিলার মতো বেশ কিছু ঘোরার জায়গা।

Duarsini

কীভাবে যাবেন দুয়ারসিনি?

কী কী দেখা যাবে সে তো নাহয় জানা গেল, এবার কীভাবে যাবেন সেটাও জেনে নিন। আপনি যদি রেলপথে যেতে চান তাহলে লালমাটি এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন রয়েছে। হাওড়া থেকে ঘণ্টা তিনেক সময় লাগবে পৌঁছতে। স্টেশনে পৌঁছনোর পর গাড়ি করে দুয়ারসিনি চলে যেতে পারেন। আর আপনি যদি সড়কপথে যেতে চান তাহলে কলকাতা থেকে বান্দোয়ান যাবেন, সেখান থেকে ছোট গাড়ি অথবা ট্রেকার করে দুয়ারসিনি। আপনি যদি চান তাহলে ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নামতে পারেন। এরপর সেখান থেকে বান্দোয়ান হয়েও দুয়ারসিনি যেতে পারেন।

Duarsini

কোথায় থাকবেন?

রাজ্য সরকারের বন দফতরের বাংলো রয়েছে দুয়ারসিনিতে। সেখানে থাকতে চাইলে অনলাইনে ঘর বুক করে ফেলতে পারেন। ৪জন মিলে ডরমেটারিতে থাকার ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে খরচ একটু কম হবে। থাকার সঙ্গে খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে। বন দফতরের বাংলো ছাড়াও আদিবাসী গ্রামে বেশ কিছু থাকার ব্যবস্থা আছে। সেগুলি অবশ্য ব্যক্তিগত উদ্যোগে তৈরি। আপনি যদি সেখানে থাকতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥