• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়-জঙ্গল-নদীর অপূর্ব মেলবন্ধন! পুজোয় কম বাজেটে ঘুরতে চান? রইল ৫টি সেরা অফবিট জায়গার হদিশ

Updated on:

Durga Puja,Offbeat location,Travel,Travel news,Travel destination,Takdah,Chatakpur,Gangani Garhbeta,Bamni Falls,Jhilimili Rimil,Kolkata,দুর্গা পুজো,অফবিট লোকেশন,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,ট্রাভেল ডেস্টিনেশন,তাকদাহ,চটকপুর,গনগনি গড়বেতা,বামনি জলপ্রপাত,ঝিলিমিলি রিমিল,কলকাতা,Bangla khobor,বাংলা খবর

Travel: দেখতে দেখতে চলে এসেছে দুর্গাপুজো (Durga Puja)। প্রত্যেক বাঙালি এই সময়টার জন্য সারা বছর ধরে অপেক্ষা করতে থাকে। কেউ প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে পুরো পুজো কাটিয়ে দেয়, কেউ আবার এই ছুটিতে ঘুরতে (Travel) চলে যান। আজকের প্রতিবেদনে তাই কলকাতার (Kolkata) কাছাকাছি ৫টি অফবিট লোকেশনের (Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি আমরা। পুজোর সময়টা শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কাটাতে চাইলে চলে যেতেই পারেন এই স্থানগুলিতে।

ঝিলিমিলি-রিমিল (Jhilimili Rimil):  ছবির মতো সুন্দর বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল ঝিলিমিলি-রিমিল। কলকাতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে যাওয়ার সেরা সময় হল বসন্তকাল। এই সময়ে ঝিলিমিলি-রিমিলের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া এই স্থানের অন্যতম আকর্ষণ হল এখানকার ট্রি-হাউস। জঙ্গলের মধ্যে ট্রি-হাউসগুলিতে থাকতে আপনার অন্যরকম এক অনুভূতি হবে যা চিরকাল মনে থেকে যাবে।

Jhilimili Rimli, Offbeat location near Kolkata

গনগনি-গড়বেতা (Gangani Garhbeta):  বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের নাম নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ, গনগনি-গড়বেতার কথাই বলছি আমরা। পশ্চিম মেদিনীপুরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হল এটি। চারিদিকে শাল, সেগুন, মহুয়ার বন, আর মাঝখান দিয়ে কাজুবাদামের বনভূমি- এই রাস্তা অতিক্রম করে আপনাকে পৌঁছতে হবে গনগনি-গড়বেতায়। প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে আপনি এখানে চলে যেতেই পারেন।

আরও পড়ুনঃ পাহাড় নদী জঙ্গলের অপূর্ব মেলবন্ধন! রইল পুজোয় ছোট্ট ট্রিপের জন্য অসাধারণ একটি অফবিট লোকেশন

Gangani, Offbeat travel destination near Kolkata

আরও পড়ুনঃ ভুলে যাবেন কাশ্মীর-হিমাচল! মাত্র ১২০০ টাকায় ঘুরে আসুন কলকাতার কাছের এই অপূর্ব হিল স্টেশন থেকে

বামনি জলপ্রপাত (Bamni Falls):  পাথুরে পাহাড় ও উপত্যকার মাঝে বয়ে যাচ্ছে একটি জলপ্রপাত- এই বর্ণনা শুনে যতখানি সুন্দর মনে হয়, সামনে থেকেও ঠিক ততটাই সুন্দর দেখতে বামনি জলপ্রপ্তার। পুরুলিয়ার এই জলপ্রপাতের একটি ভাগ ৩৫০টি সিঁড়ির ওপর অবস্থিত এবং দ্বিতীয়টি ৭৫০তম সিঁড়ির ওপর। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন তাহলে জঙ্গলের মধ্যে বামনি জলপ্রপাত দেখতে আপনার বেশ ভালোলাগবে।

Bamni Falls, Offbeat location near Kolkata

তাকদাহ (Takdah):  অফবিট পাহাড়ি গ্রাম ভালোলাগলে আপনি উত্তরবঙ্গের তাকদাহে চলে যেতে পারেন। এখানে যাওয়ার সময় আপনার তিস্তার আঁকাবাঁকা গতিপথ দেখতে পাবেন। সেই সঙ্গেই নজর কাড়বে চা বাগান, উপত্যকার সৌন্দর্য। কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে চাইলে গুম্বাধারা ভিউ পয়েন্টে চলে যেতে পারেন।

Takdah, Offbeat travel location near Kolkata

চটকপুর (Chatakpur): দার্জিলিংয়ের অফবিট গ্রামগুলির মধ্যে অন্যতম হল চটকপুর। সবুজ উপত্যকার এই গ্রাম হল একটি ইকো ভিলেজ। এখানে চারিদিকে প্রচুর রঙিন কাঠের ঘর রয়েছে। নিরিবিলি পরিবেশে বসে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য চটকপুরের মতো ভালো অফবিট গ্রাম খুব কমই রয়েছে।

Chatakpur, Offbeat location near Kolkata

শিলিগুড়ি থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে বছরের যে কোনও সময়ই আপনি যেতে পারেন। তবে বর্ষাকালে না যাওয়ার চেষ্টা করবেন। কারণ সেই সময় এখানকার রাস্তাগুলি একটি পিচ্ছিল হয়ে যায়, সেই জন্য যাতায়াত করাটা খানিক ঝুঁকিপূর্ণ হতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥