• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী হতেই মদ খেয়ে মাতলামি শুরু! ‘মাতাল’ নাইসার ভিডিও ভাইরাল হতেই ধুয়ে দিল নেটিজেনরা

অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজলের (Kajol) কন্যা নাইসা (Nysa Devgan) বি টাউনের জনপ্রিয় তারকাসন্তানদের মধ্যে একজন। এখনও পর্যন্ত বলিউডে (Bollywood) ডেবিউ না করলেও তাঁকে নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা লেগেই থাকে। প্রায়শয়ই নিজের ব্যক্তিগত জীবনের কারণে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে উঠে আসেন নাইসা। সম্প্রতি যেমন ফের একবার পার্টি করে ‘নেশাগ্রস্ত’ অবস্থায় তাঁকে দেখে নেটাগরিকদের চর্চা শুরু হয়েছে।

রবিবার যখন মা-বাবা ব্যস্ত ছিলেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানীর রিসেপশনে, সেই সময় বন্ধুবান্ধবদের নিয়ে উদ্দাম পার্টি করছিলেন নাইসা। গোলাপি রঙের পোশাক, ঠোঁটে গলাপতি লিপস্টিক এবং মানানসই আইশ্যাডোতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। কিন্তু পার্টি শেষে বেরনোর সময় সম্পূর্ণ বদলে গেল সেই লুক। ঠোঁটের লিপস্টিক মুছে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছিলেন না তিনি।

   

Nysa Devgan drunk

নাইসা এমনিতেই পার্টি করতে বেশ ভালোবাসেন। মাঝেমধ্যেই ঘনিষ্ঠ বন্ধু ওরির সঙ্গে নানান পাবে দেখা যায় তাঁকে। তবে গতকাল অবশ্য নাইসা এবং ওরি একা ছিলেন না। তাঁদের সঙ্গে ছিল শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান-সুহানা, সইফ আলি খানের ছেলে ইব্রাহিম, শ্বেতা তিওয়ারির মেয়ে পলক-সহ আরও অনেকে। তবে পার্টিতে এতজন থাকলেও সবথেকে বেশি বেসামাল অবস্থায় দেখা গিয়েছিল অজয়কন্যাকেই।

গতকাল নাইসা যখন পার্টি থেকে বেরোচ্ছেন তখন সোজা হয়ে হাঁটতে পারছিলেন না। মেক আপ উঠে গিয়েছে কখন! ঠোঁটের লিপস্টিক উধাও, চোখে আইশ্যাডো নেই। পার্টির ভেতরে ঠিক কী হয়েছিল সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। সেই সঙ্গেই ধেয়ে আসছে একাধিক কটাক্ষ।

Nysa Devgan trolled, Nysa Devgan

একজন নেটাগরিক যেমন সরাসরি জিজ্ঞেস করেছেন, ‘লিপস্টিক, মুখের মেক আপ কে তুলে দিল?’ আর একজন আবার লিখেছেন, ‘উনি কত নেশা করেছেন’। তৃতীয় নেটিজেনের প্রশ্ন, ‘প্রবেশ আর প্রস্থানের জাদুতেই নাইসা বদলে গেল?’

 

View this post on Instagram

 

A post shared by FilmyCook (@filmycook)


উল্লেখ্য, গতকালের পার্টিতে অজয়কন্যা নাইসা এবং সইফপুত্র ইব্রাহিমকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছে তাঁদের সেই ছবি। তবে পার্টির পর বেসামাল অবস্থায় নাইসাকে একাই দেখা গিয়েছে, ইব্রাহিম কিন্তু সঙ্গে ছিলেন না।