• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক বছর হতে না হতেই নুসরাতকে ফ্রাইং প্যান তুলে হুমকি নিখিলের, ভিডিওয় তোলপাড় নেটপাড়া

Published on:

বাঙালি অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সিনেমার পর্দার সাথে সাংসদের দায়িত্ব উভয়ই পালন করছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে। কখনো বিস্ফোরক মন্তব্য তো কখনো ছবির কারণে। অভিনেত্রী সোশ্যাল মেডীতে বেশ সক্রিয়, নিজের ছবি থেকে শুরু করে কাজের ছবি ও ভিডিও শেয়ার করেন অনুগামীদের সাথে।

বাংলা ছবির এই সুন্দরী অভিনেত্রী গত বছরের জুন মাসেই বিয়ে করেছেন নিখিল জৈনকে (Nikhil Jain)। কিছু দিন আগে নিজেদের বিবাহ বার্ষিকীও সেলিব্রেট করেছেন বেশ ভালোভাবেই। কিন্তু এরই মধ্যে নুসরত-নিখিলের সংসারে তুমুল অশান্তি। অশান্তি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে রীতিমত যুদ্ধ ক্ষেত্র হয়ে উঠেছে অভিনেত্রীর বাড়ি।

অভিনেত্রী নুসরত একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, নিখিলকে বাড়ি থেকে বের করে দিয়েছে অভিনেত্রী। নীল রঙের শার্ট আর সাদা রঙের শর্টে ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। হাতে রয়েছে ফ্রাইং প্যান। ফ্রাইং প্যান উঁচিয়ে চিৎকার করে নুসরতকে হুমকি দিচ্ছে নিখিল। বলছে, ‘বৌ বৌয়ের মত থাকবি! বেরো বাইরে একবার, ঠ্যাং ভেঙে রেখে দেব!’ নিখিলের এই হুমকি শুনেই রণচন্ডীরূপে ফ্ল্যাটের দরজা খোলেন অভিনেত্রী।

বৌয়ের ওমন রূপ দেখে ভিজে বেড়াল হয়ে গেলেন নিখিল। হুমকি ভুলে গান গাইতে শুরু করলেন, বললেন ‘তুম জো আয়ে জিন্দেগি মে বাত বান গেয়ি। ‘ দুজনের এই ঝগড়ার ভিডিও শেয়ার করা হয়েছে অভিনেত্রীর ফ্যান পেজের তরফ থেকে। ভিডিও দেখে নানান মন্তব্য করেছে নেটিজেনরা। কেউ বলেছেন ‘ওমাগো টুরু লাভ’ তো কেউ বলেছেন ‘এটা সেরা। ‘

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥