• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নুসরাত মুসলিম, যশ হিন্দু! কিন্তু তাদের ছেলে ঈশান ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিনিধি, জানালেন অভিনেত্রী

Published on:

Yuvaan,yishaan,nusrat jahan,ঈশান,নুসরত জাহান,ধর্ম,হিন্দু,মুসলিম,religion

গতবছর আগস্ট মাসেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ফুটফুটে পুত্র সন্তানের ঈশানের (Yishaan) জন্ম দিয়েছেন তিনি। তার সন্তানের বাবা নুসরতের বিতর্কিত প্রেমিক যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। গত বছর থেকেই লাগাতার চর্চায় রয়েছেন যশ নুসরত।

শুরুর দিকে সম্পর্কের কথা গোপন রাখলেও,এখন তারা খুল্লাম খুল্লা প্রেম করেন। দুজনেই ‘ভালোবাসায় বোল্ড’। তাই আর লুকোছাপা নয় তারা প্রকাশ্যেই জানিয়েছেন একে অপরের প্রতি নিজেদের দুর্বলতার কথা। দেখতে দেখতে নুসরত পুত্রের বয়স ও কিন্তু ৬ মাস হতে চলল। জন্মের আগে থেকেই জল্পনার কেন্দ্রে থেকে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার ঈশান। মাঝে মধ্যেই একরত্তি ছেলের দস্যিপনার নানান ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। ছেলে, সংসার, অভিনয়, রাজনীতি একসাথে সব দিক সালের সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন ইশানের সুপার কুল মম নুসরত।

Yuvaan,yishaan,nusrat jahan,ঈশান,নুসরত জাহান,ধর্ম,হিন্দু,মুসলিম,religion

তবে এখনও তাদের নিয়ে প্রশ্নের শেষ নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যশ নুসরতের বিয়ের প্রসঙ্গে কথা উঠলে নুসরত জানান, ‘‘আমার আর যশের আবার বিয়ে করার প্রয়োজন নেই।’’ অর্থাৎ কথার মারপ্যাঁচেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে অলরেডি তারা একবার বিবাহিত, তাই আর বিয়ের প্রয়োজন নেই।

Yuvaan,yishaan,nusrat jahan,ঈশান,নুসরত জাহান,ধর্ম,হিন্দু,মুসলিম,religion

অন্যদিকে তাকে আরও জিজ্ঞেস করা হয় তিনি নুসরত জাহান অর্থাৎ মুসলিম, আর যশ দাশগুপ্ত হিন্দু সেক্ষেত্রে ছেলে ঈশানকে তারা কোন ধর্ম মেনে বড় করবেন। এই কথার উত্তরে সাফ জানান নুসরত, ‘‘এক জন ভাল মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।’’

Yuvaan,yishaan,nusrat jahan,ঈশান,নুসরত জাহান,ধর্ম,হিন্দু,মুসলিম,religion

তিনি আরও জানান তাদের ছেলে দুই ধর্মকেই চিনবে এবং শ্রদ্ধা করবে৷ তাই তাদের সংসারে দীপাবলি, দুর্গাপূজা যেমন পালন হয় তেমনই ঈদ বড়দিনও পালন করা হয়। সে হবে ধর্মনিরপেক্ষ এমনটাই জানিয়েছেন নুসরত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥