• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বল্প পোশাকে ‘মাশাল্লাহ্’ গানে নেচে ঝড় তুলছেন সাংসদ নুসরাত জাহান, নিমেষে ভাইরাল ভিডিও

সেই শুরু রাজ চক্রবর্তীর ‘শত্রু’-তে, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। গত বছর বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন নুসরাত জাহান। যদিও তাঁর সম্পূর্ণ অন্য অবতার দেখা যায় তাঁর ইন্সটা হ্যান্ডেলে। টলিপাড়ার অনেকেরই ঈর্ষার কারণ নুসরাতের বোল্ড ও হট লুক। পাশাপাশি সুঠাম দেহ ও লম্বা গড়নের কারণে অনেকেই সুপারমডেলদের সঙ্গে এক সারিতে ফেলতে চান নুসরাতকে।

এর আগেও টিকটক ভিডিওতে নানা গানে কোমর দোলাতে দেখা গেছে অভিনেত্রীকে। তার একেকটা ভিডিওতেই ভক্তদের ঘুম ওড়ার জোগাড় হয়। আবেদনময়ী চাহনি সাথে হট ডান্স ভিডিও পোস্ট করা মাত্রই নিমেষে তা ছড়িয়ে পড়ত নেট পাড়ায়। টিকটক ব্যান হয়ে যাওয়ার পর থেকে ছবি দিয়েই ভক্তদের মন রাখছিলেন অভিনেত্রী।

সম্প্রতি আবার তার একটি নাচ প্র‍্যাকটিসের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্লিভলেস ইনার এবং ট্র‍্যাকশ্যুটে ট্রেনারের থেকে নাচ শিখছেন নুসরাত। মাশাল্লাহ গানে ঠুমকা দিচ্ছেন তিনি। মাঝেমধ্যে ভুলচুক হলেও তা শুধরে ফের গানের তালে তালে নেচে উঠছেন নুসরাত।

https://www.instagram.com/p/CF1UbZ6BE1-/?igshid=12llkpa4rs5hp

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥