পৃথিবীর সবচাইতে সুন্দর অনুভূতির মধ্যে অন্যতম হল মা হওয়ার অনুভূতি। আজ থেকে এক বছর আগে বিতর্কের মাঝে মা হয়েছিলেন টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। হ্যাঁ ঠিকই ধরেছেন, দেখতে দেখতে এক বছর বয়স হয়ে গেল নুসরত পুত্র ঈশান (Yishaan Birthday)। ২৬শে অগাস্ট ২০২১ এ কলকাতার নামি ওম্যান চাইল্ড কেয়ার হাসপাতালে ভুমিষ্ট হয় নুসরত পুত্র ঈশান।
তবে তাঁর জন্মের আগে থেকেই তুমুল বিতর্ক তৈরী হয়েছিল। একসময় বিদেশে গিয়ে নিখিল জৈনকে বিয়ে করলেও সেটা অস্বীকার করেন নুসরত। অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সাথে লিভ ইন সম্পর্কে থাকাকালীনই গর্ভবতী হন অভিনেত্রী। তাই প্রাথমিকভাবে নেটিজেনদের সবাই অনুমান করেন যশই নুসরতের সন্তানের বাবা। এদিকে নিখিলও তাঁর বাবা হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।
সব মিলিয়ে জন্মের আগেই পিতৃ পরিচয় নিয়ে বিতর্ক তৈরী হয়ে গিয়েছিল। তবে ইঙ্গিতে বোঝাই গিয়েছিল যশই ঈশানের বাবা। এরপর ঈশানের জন্ম হলে তাঁর বার্থ সার্টিফিকেট অনলাইনে ফাঁস হয়ে যায়। যেখানে দেখা যায় বাবার নামের জায়গায় রয়েছে দেবাশীষ দাসগুপ্ত (যশ)। আজ একবছর হয়ে গেল ঈশানের বয়স।
ছোট্ট ঈশানের প্রথম জন্মদিন আর সেলিব্রেশন হবে না তাও আবার হয় নাকি! জন্মদিনের সেলিব্রেশন হয়েছে ঠিকই, তবে সেটা ব্যক্তিগত রাখাটাই পছন্দ করেছেন অভিনেত্রী। আসলে জন্মের পর থেকেই ঈশানকে দেখার জন্য উদগ্রীব ছিল নেটপাড়া। তবে ছেলেকে ক্যামেরার সামনে আনতে রাজি নন নুসরত, তাই এখনও ঈশানের ছবি দেখা যায়নি নেটপাড়ায়।
View this post on Instagram
যেমনটা জানা যায় ছেলেকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ নুসরত। বাড়িতেও খুব ভেবে চিন্তেই লোককে আমন্ত্রণ জানান তিনি। ঈশানের জন্মদিনের প্ল্যান সম্পর্কে আগেই জিজ্ঞাসা করা হয়েছিল অভিনেত্রীকে। যার উত্তরে তিনি জানান, একদমই পারিবারিকভাবে অনুষ্ঠান হবে। পরিবারের কিছুজন ও কিছু বন্ধুরাই থাকবে মাত্র। অবশ্য এদিন ফ্যান ক্লাবের পক্ষ থেকে ঈশানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সাথে নেতিজ্ঞরাও প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, কেন ক্যামেরার থেকে দূরে রাখতে চান অভিনেত্রী ঈশানকে? এই প্রশ্ন করা হয়েছিল নুসরত জাহানকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। উত্তরে তিনি জানান, ‘বাবা মা হিসাবে এটা একেবারেই আমাদের সিদ্ধান্ত। আমারা চাই ও নিজের মত করে বড় হোক, কোনো স্পেশাল অ্যাটেনশন ছাড়াই’।