একজন তৃণমূলের (TMC) সাংসদ, অন্যজন চন্ডীতলার পরাজিত বিজেপি (BJP) প্রার্থী। তাঁদের মধ্যেই নাকি প্রেমের সম্পর্ক! এ বছরের শুরু থেকেই সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta)।
রাজস্থান (Rajasthan) ভ্রমণ থেকে বিভিন্ন পার্টিতে, প্রায়শই একসঙ্গে থাকার জেরে জল্পনা বেড়েছে যশ-নুসরতকে ঘিরে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ দুজনেরই। যদিও নুসরতের সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) ঘিরে চাপানউতোর শুরু হয়েছে কৌতূহলীদের মধ্যে! কী রয়েছে সেই স্টোরিতে?
ইনস্টাগ্রামে ‘নুসরতচিরপস’ (nusratchirps) নামে রয়েছেন অভিনেত্রী সাংসদ। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের বিচারে ২০২০-র ‘Most Desirable Woman’-র তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নুসরত। আর সেখানেই চমক! সংবাদের কাটিংয়ে ডেটিং স্ট্যাটাস-এ লেখা ‘যশ’।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এহেন ‘সংবাদ’ শেয়ার করার পাশাপাশি যশ দাশগুপ্তের ‘Most Desirable Man 2020’-এর তকমা পাওয়ার কথাও শেয়ার করেতে ভোলেননি অভিনেত্রী!গ্ল্যামদুনিয়ার সূত্রে খবর, বহুদিন ধরেই নুসরত জাহানের ইনস্টাগ্রামে বারংবার উঠে এসেছেন যশ দাশগুপ্ত।
ডিনারে থেকে কফি, চায়ের টেবিলে যে ক্রমশ ‘বন্ধুত্ব’ গাঢ় হয়েছে দু’জনের, তা তাঁদের স্টোরি থেকেই স্পষ্ট। যদিও সম্পর্কের কথা নিজের মুখে স্পষ্ট করে বলেননি কেউই। তবে অভিনেত্রীর এইবারের ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু অন্য কিছুর দিকেই ইঙ্গিত করছে! স্বভাবতই নেটিজেনদের সাফ প্রশ্ন, তবে কী জল্পনাকেই স্বীকৃতি দিলেন অভিনেত্রী?